স্পোর্টস ডেস্ক : আল হিলাল নাকি বার্সেলোনা—গত কয়েকদিন ধরেই বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এ ক্লাব দুটির নাম। তবে বিশ্বকাপজয়ী এ অধিনায়ক মানেই যেন চমক। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আর্জেন্টাইন এ মহাতারকার দলবদল আলোচনা। অন্যদিকে এমন অনিশ্চয়তাকে চমক হিসেবেই জানালেন স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগ।
সংবাদমাধ্যম বিবিসিতে লেখা এক প্রতিবেদনে তার (বালাগ) দাবি, আল হিলাল বা বার্সেলোনায় নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি।
পিএসজির সঙ্গে এরই মধ্যে মেসির সম্পর্ক পুরোপুরি চুকে গেছে। আগামী ৩০ জুন শেষ হচ্ছে, ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ। কিন্তু এর আগ থেকেই ৩৫ বছর বয়সী এ তারকার সম্ভাব্য গন্তব্য নিয়ে নানান গুঞ্জন গণমাধ্যমে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামিতেই পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন এ অধিনায়ক।
স্প্যানিশ সাংবাদিক বালাগের ভাষ্যমতে, ইন্টার মায়ামির প্রস্তাবে সম্মত হয়েছেন, আর্জেন্টাইন মহাতারকা। তাই বার্সেলোনা বা আল হিলাল নয়, মেসির পরবর্তী গন্তব্য হচ্ছে ইন্টার মায়ামি।
জানা গেছে, এখানে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে মুনাফা ভাগাভাগির সুযোগও পাচ্ছেন মেসি। এমনকি মেসিকে পেতে বেতনের সঙ্গে ক্লাবের মালিকানা দিয়ে দিতে আগ্রহী ক্লাবটি।
এর আগে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন লিওনেল মেসি। বেতন নিয়ে ঝামেলায় ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে ফরাসি জায়ান্টদের সঙ্গে তার সম্পর্ক দুই বছরও টেকেনি। প্যারিসের ক্লাবটিতে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ফলে মাত্র ২২ মাসের ব্যবধানেই প্যারিস ছাড়ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফরোয়ার্ড।
যদিও অনেক আশা-ভরসা নিয়েই পিএসজিতে এসেছিলেন মেসি। মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখেছিল পিএসজি। তবে এর কিছুই পূরণ হয়নি, অধরাই থেকে গেছে। এ ছাড়া মাঠের বাইরের নানান ইস্যুতেও মেসির সঙ্গে পিএসজির সম্পর্কে টানাপোড়নের বিষয়টি বারবার উঠে আসে গণমাধ্যমে।
এ ছাড়াও ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির প্রতি ফরাসি সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে আসে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই মেসিকে দুয়ো দিয়েছেন পিএসজির সমর্থকরা। মেসির বিদায়ী ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। গ্রহের অন্যতম সেরা ফুটবলার হিসেবে যে সম্মানটুকু প্রাপ্য মেসির, সেটি কখনোই পিএসজিতে পাননি তিনি।
পিএসজির জার্সিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচ খেলেছেন মেসি। ৭৫ ম্যাচে ৩২ গোলের পাশাপাশি ৩৫ অ্যাসিস্ট করেছেন তিনি। বিদায় বেলায় দলকে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।