লাইফস্টাইল ডেস্ক : ইন্টারভিউতে আপনার পাঠ্য বিষয়ের বাইরে অনেক ধরনের প্রশ্ন করা হয়। আসলে যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে একটু ভাবলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক।
১) প্রশ্নঃ ভারতে জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ডক্টর বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১লা জুলাই, ভারতে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। এর পাশাপাশি তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদও ছিলেন।
২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তরঃ সারা পৃথিবীতে নরওয়েই একমাত্র দেশ যেখানে রাত থাকে ৪০ মিনিট।
৩) প্রশ্নঃ কোন দেশের মানুষ বিড়ালকে ঈশ্বরের মতো পূজা করে?
উত্তরঃ মিশরে বসবাসকারী লোকেরা ঈশ্বরের মতো বিড়ালদের পূজা করে।
৪) প্রশ্নঃ এমন কোন জিনিস যা জল পান করার পর সঙ্গে সঙ্গে মারা যায়?
উত্তরঃ আসলে, জল পান করলে সঙ্গে সঙ্গে তৃষ্ণা মিটে যায়।
৫) প্রশ্নঃ ভারতেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল, জানেন কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তর প্রদেশের লখনওতে অবস্থিত সিটি মন্টেসরি স্কুলটি বিশ্বের বৃহত্তম স্কুল, এখানে প্রায় ৫৮,০০০ শিক্ষার্থী ও প্রায় ৪৫০০ শিক্ষক রয়েছেন।
৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের মানুষ তাদের খাবারে অলিভ অয়েল বেশি ব্যবহার করে?
উত্তরঃ রাশিয়ান লোকেরা তাদের খাবারে অলিভ অয়েল বেশি ব্যবহার করে।
৭) প্রশ্নঃ খিচুড়ি কোন দেশের জাতীয় খাবার?
উত্তরঃ ভারতের জাতীয় খাবার হল খিচুড়ি।
৮) প্রশ্নঃ এমন কি জিনিস যেটা যতই টানবে ততই ছোট হবে?
উত্তরঃ আসলে, বিড়ি বা সিগারেট হল সেই জিনিস, যত টানবেন, ততই ছোট হবে।
৯) প্রশ্নঃ কোন পাখিটি শুধুমাত্র বৃষ্টির জল পান করে?
উত্তরঃ চাতক একমাত্র পাখি যে শুধুমাত্র বৃষ্টির জল পান করে।
‘আমার ৩টা বাচ্চা, চাকরি করি, মিডিয়াতে কাজ করি, সুন্দর সংসারও আছে’
১০) প্রশ্নঃ কী সেই জিনিস যা মেয়েরা মুখে দেয় এবং শরীরের বিশেষ অঙ্গে লাগায়?
উত্তরঃ আসলে, সেই জিনিসটি হল লবঙ্গ। একটি লবঙ্গ, গহনাবিশেষ যা পরা হয় এবং অন্য লবঙ্গ খাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।