বিনোদন ডেস্ক : সিনেমায় শাবনূরের অভিষেক হয় মাত্র ১৩ বছর বয়সে। তিনি তখন ক্লাস এইটে পড়তেন। তিনি যুক্ত হন প্রধান নায়িকা হিসেবেই। প্রথম মুভি ফ্লপ হলেও ১৯৯৪ সালের পর প্রতিটি মুভি ব্যবসা সফল ও দর্শক প্রিয়তা পায়।
নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। শাবনূর সেই অভিনেত্রী যার নামে সিনেমা হল চলতো। নায়ক নাম কী সেটা কেউ দেখতো না। অনেক নায়কের ঢালিউডে অভিষেক হয়েছিল তার হাত ধরে।
নায়কের চেয়ে নিজের পারিশ্রমিক বেশি নিতেন তিনি। তার সিনেমা দেখে সিনেমা করতে আগ্রহী হন অপু বিশ্বাসসহ আরও অনেকে।
তিনিই একমাত্র নায়িকা যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল প্রথম আলো এ্যাওয়ার্ড পেয়েছিলেন।
স্বপ্নের নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে সব ছবিই সুপার হিট হয় এই নায়িকার। একের পর এক হিট ছবি উপহার দেন তিনি। এরপর তাকে নিয়ে শুরু হয় সালমান শাহের পরিবারে পারিবারিক কলহ।
শাবনূর প্রায় এক যুগ ধরে সিনেমার বাইরে থাকলেও তার জায়গা কোনো অভিনেত্রী এখনো নিতে পারেন নি।
একসময় বিয়ে করে সংসারী হন। দেশ ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১২ সালের ২৮শে ডিসেম্বর বিয়ে করেন শাবনূর। ব্যবসায়ী অনিক মাহমুদকে। বিয়ের পরের বছরই ঘর আলোকিত করে আসে ছেলে সন্তান। কিন্তু বনিবনা না হওয়ার কারণেই সংসারে ইতি টানেন তারা। শাবনূর এখন অস্ট্রেলিয়াতেই বাস করছেন।
অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন শাবনূর। একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি। আগে তিনি বলেছিলেন চমক দেবেন খুব শিগগির। সেই অবাক করা খবর দিতেই বিশেষ দিনে, বিশেষ সময় বেছে নিয়েছেন এই নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।