বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড না আইফোন কোনটি সেরা, এটি বলা অসম্ভব। তবে নির্দিষ্ট কিছু বিষয়ে কোনটি এগিয়ে তা বৈশিষ্ট্য বিচারে বলা যায়। যেমন আইফোনে অ্যাপ প্রাপ্তি অ্যান্ড্রয়েডের তুলনায় কিছুটা সহজ। বেশিরভাগ গেম আইওএসের জন্য প্রথমে ছাড়া হয়, তারপর আসে অ্যান্ড্রয়েডে। আবার অ্যান্ড্রয়েডের গেমিং ফিচারযুক্ত কিছু আলাদা ডিভাইস রয়েছে যেমনটি আইওএসের নেই। মোদ্দা কথা গেমিং খাতে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মেরই শক্তিশালী ও দুর্বল দিক রয়েছে।
গেম লাইব্রেরি
গেম খেলার জন্য স্মার্টফোন পছন্দের জন্য প্রথমেই যে বিষয়টি আসে তা হলো গেম লাইব্রেরি। আর এদিক থেকে আইফোন বরাবরই এগিয়ে। প্রতি বছর তিন থেকে চারটি আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। যে কারণে ডেভেলপারদের জন্য গেম ডেভেলপ সহজ হয়। অন্যদিকে বছরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে শতাধিক ডিভাইস বাজারজাত করা হয়। ফলে সব ডিভাইসের জন্য গেমের ডেভেলপ সম্ভব হয় না।
ভালো গেম নির্মাতা কোম্পানির সাপোর্ট
বর্তমানে অ্যাপলে বিখ্যাত গেম নির্মাতা কোম্পানিগুলোর সাপোর্ট যুক্ত হচ্ছে। আইফোন ১৫ প্রোতে ডেথ স্ট্রান্ডিং ও রেসিডেন্ট ইভিল ফোরসহ বিভিন্ন গেম খেলার সুবিধা দেওয়ার ঘোষণা দেয় অ্যাপল। এ১৭ প্রো চিপসেটে বিভিন্ন পরিবর্তনের কারণে কনসোল গ্রেড গেমগুলো খেলা যাবে বলে দাবি প্রযুক্তি জায়ান্টটির।
বিভিন্ন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড
অ্যান্ড্রয়েডের বড় সুবিধা হচ্ছে ব্যবহারকারীরা যেকোনো উৎস বা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে পারে। উদাহরণ হিসেবে ফোর্টনাইট গেমের কথা বলা যায়। অ্যাপলের সঙ্গে বিরোধের জেরে এপিক গেমস অ্যাপস্টোরে গেমটি ছাড়তে রাজি হয়নি। ফলে আইওএস ব্যবহারকারীরা গেমটি ডাউনলোড করতে পারবে না। অপরদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে এটি বিভিন্ন উৎস থেকে ডাউনলোড করে খেলতে পারবে।
বিভিন্ন ফিচার
কম্পিউটার বা ল্যাপটপের মতো স্মার্টফোনে দীর্ঘ সময় গেম খেলার জন্য বিভিন্ন সহায়ক ফিচার প্রয়োজন। এর মধ্যে রয়েছে কুলিং সিস্টেম, গেমপ্যাডের মতো ট্রিগার ও অতিরিক্ত পোর্ট। এদিক থেকে অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে। এসব ফিচারযুক্ত ডিভাইস হিসেবে আসুস রগ ফোন ৭ আল্টিমেট প্রচলিত। এতে ১৬৫ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, হেপটিক ট্রিগার এমনকি একটি এক্সট্রা কুলিংয়ের জন্য আলাদা ফ্যানও রয়েছে। এ ছাড়া রেডম্যাজিক ৮এস প্রোও এগিয়ে রয়েছে। এতে বিল্ট ইন কুলিং ফ্যান ও ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারি রয়েছে। গেমিং ফোন কিনতে না চাইলেও ব্যবহারকারীদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রাসহ বিভিন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসও রয়েছে। তবে আইফোনে যে গেম খেলার ভালো সুবিধা নেই, তা নয়। তবে গেমিংয়ে ভালো অভিজ্ঞতা চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস বেছে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।