বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে রয়েছে বিভিন্ন মডেলের মোটরসাইকেল। এর মধ্যে জনপ্রিয় কোনগুলো? এই প্রশ্নের উত্তর নেই অনেকের কাছেই। যারা নতুন বাইক কিনবেন তাদের এই প্রশ্নের উত্তর জানা জরুরি। জানুন ভারতের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল সম্পর্কে।
জানলে অবাক হবেন ভারতে সবচেয়ে বিক্রীত মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার।
সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হিরো স্প্লেন্ডার
দীর্ঘ কয়েক বছর ধরেই হিরো স্প্লেন্ডারই কোম্পানির এক নম্বর বাইক। ২০২৪-এর ডিসেম্বরেও এর অন্যথা হয়নি। ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় একদম শীর্ষে রয়েছে হিরো স্প্লেন্ডার। পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে ১ লাখ ৯২ হাজার ৪৩৮ ইউনিট স্প্লেন্ডার বিক্রি হয়েছে। তবে ইয়ার অন ইয়ার পরিসংখ্যান ধরলে বিক্রি কমেছে অনেকটাই, প্রায় ১৫.৫০ শতাংশ।
এরপর রয়েছে হোন্ডা শাইন। তৃতীয় স্থানে রয়েছে পালসার। চতুর্থ স্থানে এইচএফ ডিলাক্স। এবং পঞ্চম স্থানে ক্লাসিক ৩৫০। স্প্লেন্ডারের পর ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক হোন্ডা শাইন। ডিসেম্বরে ১,০০,৮৪১ ইউনিট বিক্রি হয়েছে। ৬৫ হাজারের বেশি ইউনিট বিক্রি করে এরপরেই রয়েছে বাজাজ পালসার।
ডিসেম্বরে এইচএফ ডিলাক্স বিক্রি হয়েছে ৪১ হাজারের বেশি ইউনিট। এরপর রয়েছে রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০। তরুণদের মধ্যে এই বাইকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ডিসেম্বরে ক্লাসিক ৩৫০-এর ২৯ হাজারের বেশি ইউনিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, গত ডিসেম্বর মাসে বার্ষিক ভিত্তিতে বিক্রি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, ৩৫০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তবে ক্লাসিক ৩৫০ নিজেদের অবস্থান একই জায়গায় ধরে রেখেছে। বিক্রির দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে বাজাজ প্ল্যাটিনা। ডিসেম্বরে ২৫,৫৮৪ নতুন গ্রাহক প্ল্যাটিনা কিনেছেন। সপ্তম স্থানে রয়েছে সিবি ইউনিকর্ন। ২০,৯৯১ নতুন গ্রাহক পেয়েছে কোম্পানি।
টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, ৩৫০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তবে ক্লাসিক ৩৫০ নিজেদের অবস্থান একই জায়গায় ধরে রেখেছে। বিক্রির দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে বাজাজ প্ল্যাটিনা। অষ্টম স্থানে রয়েছে টিভিএস অ্যাপাচি। ২০,৮৫০ নতুন গ্রাহক এই বাইক কিনেছে। নবম স্থানে হিরো এক্সট্রিম ১২৫আর। ডিসেম্বরে মোট ১৭,৪৭৩ নতুন গ্রাহক পেয়েছে কোম্পানি। দশম স্থানে রয়েছে টিভিএস রাইডার। এই সময়ে ১৭,৪৫৪ নতুন গ্রাহক পেয়েছে রাইডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।