বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড ইয়ামাহা মোটরসাইকেলের পাশাপাশি স্কুটারও বিক্রি করে। আপনি জানলে অবাক হবেন ইয়ামাহার এমন একটি স্কুটার আছে যা আর১৫ এমনকি এফজেড মডেলের চেয়েও বিক্রি হয়। এই স্কুটারটির নাম ইয়ামাহা রেজেডআর।
জাপান ছাপিয়ে বিশ্বজুড়ে ইয়ামাহার বাইক ও স্কুটির চাহিদা বাড়ছে। বিক্রির পরিসংখ্যানে যা কার্যত স্পষ্ট। বিশ্বের সকল বাইকারদের কাছে ইয়ামাহা পরিচিতি তাদের সুপার স্পোর্ট হাই-পারফরম্যান্স বাইকের জন্য। কিন্তু ইদানিং সেই জায়গা ছিনিয়ে নিয়েছে একটি স্কুটার। ইয়ামাহা আর১৫ এবং এফজেডের মতো জনপ্রিয় বাইকের থেকেও বেশি বিক্রি হয়েছে রেজেডআর মডেলের স্কুটার।
গত সেপ্টেম্বর মাসে ভারতে ৬৪ হাজার ১৮২ ইউনিট রেজেডআর মডেলের স্কুটার বিক্রি হয়েছে ইয়ামাহা।
চলতি বছর সেপ্টেম্বর মাসে কোম্পানির বেস্ট সেলিং টু হুইলারের শিরোপা জিতেছে মডেলটি। গতবছরের তুলনায় এ বছর বিক্রির হার বেড়েছে প্রায় দ্বিগুণ।
এর পরে রয়েছে ইয়ামাহা এফজেড মডেল। এছাড়াও বেশি বিক্রীত মডেলের তালিকায় আছে ইয়ামাহা আর১৫।
প্রচুর মানুষ এই স্কুটার কিনেছেন 2023 সালে। চিরাচরিত ডিজাইন থেকে সরে রাফ অ্যান্ড টাফ লুক ও দারুণ ফিনিশ থাকায় দুই চাকাটি পছন্দ হয়েছে অনেকেরই।
এই স্কুটার প্রতি লিটার জ্বালানিতে ৬৬ কিলোমিটার মাইলেজ দেয়। ডিস্ক ও ড্রাম ভার্সন এই স্কুটার কেনা যায়।
স্কুটারটিতে ২১ লিটার আন্ডার সিট স্টোরেজ আছে। আরও আছে অটোমেটিক হেডল্যাম্প, ইউএসবি চার্জিং, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোলসহ একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।