বিনোদন ডেস্ক : সিনেমা হলে গিয়ে নতুন সিনেমা দেখার প্রবণতা কমছে ক্রমশ। তার বদলে ওয়েবসিরিজেই মজেছে নতুন প্রজন্ম। এমনকী বয়স্করাও সেই তালিকাতেই নাম লেখাচ্ছেন। আর ওয়েবসিরিজ দেখার প্ল্যাটফর্মের কথা ভাবলেই প্রথমেই নেটফ্লিক্সের নাম মনে আসে। গোটা বিশ্বজুড়ে নেটফ্লিক্সের কয়েক কোটি দর্শক রয়েছে।
তবে নেটফ্লিক্সের বিরুদ্ধে এক মস্ত অভিযোগ ছিল। তারা প্রকাশ করে না ভিউয়ারশিপ তথ্য। কোন শো কত দর্শক দেখেছেন, তা এতদিন প্রকাশ করত না নেটফ্লিক্স। বছরের পর বছর ধরে অভিযোগের পর অবশেষে, এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল নেটফ্লিক্স। কোন দর্শক সবথেকে বেশি শো দেখেছেন, জানেন?
মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করা হয়। নেটফ্লিক্স জানিয়েছে, এবার থেকে তারা নিয়মিত রিপোর্ট প্রকাশ করবে। নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ভাগে বিশ্বজুড়ে সবথেকে বেশি যে শো দেখা হয়েছে, তা হল রাজনৈতিক থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট’। মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে এই শো দেখেছেন দর্শকরা।
এরপরেই রয়েছে পারিবারিক ড্রামা ‘জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২’। সবথেকে বেশি দেখা শোয়ের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা ‘দ্য গ্লোরি’ও। নেটফ্লিক্সের পরিসংখ্যান অনুযায়ী, দুই সিজন মিলিয়ে সবথেকে বেশি সংখ্যক দর্শক আকর্ষণ করেছে মা-মেয়ের গল্প “জিনি অ্যান্ড জর্জিয়া”।
নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মোট ১৮ হাজারেরও বেশি সিনেমা ও শো মিলিয়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ ঘণ্টা শো দেখেছেন দর্শকরা।
সম্প্রতিই নেটফ্লিক্সের সঙ্গে হলিউড লেবার ইউনিয়ন ও স্টুডিওগুলির তীব্র বিরোধ শুরু হয়েছিল। দুইবার ধর্মঘটও করেন শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, যে সংখ্যক দর্শক শো দেখছেন, সেই তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন শোয়ের সঙ্গে যুক্ত কর্মী-শ্রমিকরা। তীব্র বিক্ষোভের মুখে পড়ে নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, দর্শক, সাপ্লায়ার ও প্রতিযোগীদের কাছে নেটফ্লিক্সের শোয়ের বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।