সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কোন দল?

t-20-world-cup

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর ১৮ বছর পেরিয়ে গেছে। দিনে দিনে বাড়ছে এই বিশ্বকাপ নিয়ে উম্মাদনা। ২০০৩ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কাউন্টি ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেট চালু করার চার বছর পর ২০০৭ সালে শুরু হয় ২০ ওভারের এই বিশ্বকাপ। এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম এক টুর্নামেন্টে ৫৫টি খেলছে। যা আইসিসি’র ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হওয়া টুর্নামেন্ট।

t-20-world-cup

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন তিনটি দল খেলছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও উগান্ডা প্রথমবার খেলছে বিশ্বকাপ। ২০২২ সাল পর্যন্ত আটটি টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জিতেছে দু’টি করে শিরোপা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার হাতে শিরোপা উঠেছে একবার করে।

বিশ্বকাপের ট্রফি: বিশ্বকাপের ট্রফিটি লন্ডনের ‘লিঙ্কস কোম্পানি’ দ্বারা ডিজাইনকৃত। কাপটি তৈরিতে রুপা এবং স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এর ওজন প্রায় ৭.৫ কেজি (১৭ পাউন্ড)। বিশ্বকাপটি ৫১ সেন্টিমিটার (২০ ইঞ্চি) লম্বা।

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স: এখন পর্যন্ত হয়ে যাওয়া ৮টি বিশ্বকাপেই অংশ নিয়েছে বাংলাদেশ। টাইগারদের সেরা সাফল্য প্রথমবার অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপের ২য় পর্ব বা সুপার এইটে যাওয়া। এরপর টানা তিনবার প্রথম রাউন্ডেই বিদায় নেয় বাংলাদেশ। ২০১৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপে আবার প্রথম পর্বের বাধা পার হয় বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের পর্বে আর একটাও জয়ের দেখা পায়নি তারা। এরপর থেকে প্রতিবারই ২য় রাউন্ডের দেখা পেয়েছে বাংলাদেশ। এবারো বিশ্বকাপে যাওয়ার আগমুহূর্তে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক প্রাথমিক লক্ষ্য হিসেবে ২য় রাউন্ডে যাবার কথাই বলে গিয়েছেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত: এবারের বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মহা তারকা ক্রিস গেইল, ভারতের যুবরাজ সিং ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। এর বাইরে জ্যামাইকান স্প্রিন্ট তারকা উসাইন বোল্টও আছেন শুভেচ্ছা দূত হিসেবে।
থিম সং: ‘আউট অব দিস ওয়ার্ল্ড’ শিরোনামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গেয়েছেন জ্যামাইকান গায়ক সিয়ান পল ও কেইস। গানটি প্রযোজনা করেছেন মাইকেল ট্যানো মন্টানো। গানটিতে ক্রিকেটের মাধ্যমে বিশ্বের সব মানুষের একতার বার্তা দেয়া হয়েছে।