জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের খাঁটি মধু। বোতলের গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগানো। এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে ভেজাল মধুর ব্যবসা করে আসছিল একটি প্রতারক চক্র। মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে আড়াই মণ (১০৫ কেজি) ভেজাল মধুসহ মধু তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে।
সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানার সিটি বাইপাস সড়কের আকমানের মোড়ের একটি কারখানায় নকল ও কথিত মধু (ভেজাল মধু) তৈরির করার সময় আশরাফুল ইসলাম রিপন ও শেখ শাহরিয়ার মাসুদ নামে দুইজনকে আটক করা হয়।
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান সোমবার বিকালে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন।
এ সময়ে আরও জানানো হয়, আকমানের মোড়ের বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে অপুর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা দুইজনকে আটক করা হয়। আটক দুইজনই সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ভেজাল মধু, চিনি সিরা, ২ লিটারের বোতলে রক্ষিত জালানো মধু, ফিটকিরি চূর্ণ, গ্যাসের চুলা, ডিজিটাল পরিমাপক যন্ত্র, কাঁচের তৈরি বোতল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, এই ভেজাল মধু তৈরির জন্য প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেওয়া হয়। তারপর উক্ত মিশ্রণ ঠাণ্ডা হলে তাতে সামান্য পরিমাণ মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর ওই মিশ্রণ বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু। আটককৃতদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।