জুমবাংলা ডেস্ক : খুলনার দাকোপে সুতারখালী নদীতে খেপলা জাল টেনে খাবার মাছ ধরার সময়ে খায়রুল ইসলাম মোড়ল (২২) নামে এক ব্যক্তিকে কুমিরে নিয়ে গেছে।
মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাত ৮টার দিকে পশ্চিম সুন্দরবনের কালাবগি ফরেষ্ট স্টেশনের ঝুলন্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি এলাকার আরশাদ মোড়লের ছেলে।
ইউপি সদস্য শেখ মহাসিন আলী জানান, খায়রুল তার এক বোন ছকিনা বেগমকে (বুলবুলি) নিয়ে সুতারখালী নদীর তীরে খেপলা জাল টেনে খাবার মাছ ধরছিলেন। হঠাৎ একটি কুমির খায়রুলকে ধরে পানির মধ্যে নিয়ে যায়। তার সঙ্গে থাকা ছকিনার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করতে থাকে। এমন সময় খায়রুলকে মুখে নিয়ে কুমিরটি নদীর চরে ওঠে। তখন কুমিরের মুখ থেকে খায়রুলকে ছাড়ানোর চেষ্টা করলে কুমিরটি আবারও পানিতে ডুব দেয়। কিছুক্ষণ পর আবার কুমিরটি ভেসে ওঠে। তখন কুমিরের মুখে খায়রুলকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে খায়রুলকে কুমিরটি খেয়ে ফেলতে পারে।
ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, খায়রুলকে কুমিরে ধরে নিয়ে গেছে। তবে এখনো নদীতে খোঁজাখুঁজি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।