সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে চুরি ও লুট হওয়া সাদাপথর ধোপাগুলে বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদাপাথর থেকে চুরি ও লুট হওয়া সাদাপথর ধোপাগুলে বাঁশের পাতা ও ডাল দিয়ে ঢেকে রাখা ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পাথরগুলোর ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।
এরপর ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।