জুমবাংলা ডেস্ক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগে বছর শেষে পরীক্ষা হলে শিক্ষার্থীরা পাস করতো। কিন্তু শিক্ষার্থীরা দক্ষ হয়েছে কি না সেটা বোঝা যেতো না। পরীক্ষায় ভালো করলেও আমরা কিছু শিখিনি। শিক্ষার্থীদের এ ব্যর্থতায় পুরোপুরি শিক্ষকরা দায়ী।
শুক্রবার দুপরে রাজবাড়ীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, আমরা দোষারোপ করি শিক্ষার্থী ও অভিভাকদের। শিক্ষার্থী পাস করেনি কেন, তার বুদ্ধি কম ও মেধাহীন বলে দোষারোপ করি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল-বিভ্রান্তমূলক চিন্তাধারা। মেধা প্রমাণ করার কিছু নেই। শিক্ষকদের কাজ হলো মেধা সৃষ্টি করা। তাই শিক্ষার্থীদের না শেখার ব্যর্থতা মূলত শিক্ষকদের।
সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর মো. আব্দুল বাতেন প্রমুখ।
তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।