কিশোর অপরাধের পেছনে কোন নেতারা, তৈরি হচ্ছে তালিকা

জুমবাংলা ডেস্ক : কিশোর অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে পরোক্ষ রাজনৈতিক চাপ দেখছেন পুলিশের অতিরিক্ত আইজি ড. খ. মহিদ উদ্দিন। কারা এতে মদদ দিচ্ছে, সে তালিকা হচ্ছে বলেও জানান তিনি। শনিবার কিশোর অপরাধ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এক আয়োজনে তিনি এসব কথা বলেন।

এদিকে আরেক ব্রিফিংয়ে মিরপুরে ফয়সাল হত্যা বখাটে কিশোর চক্রের নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব জানায়, মাদক ব্যবসার টাকার ভাগাভাগিসহ দল-উপদল ও নেতৃত্ব নিয়ে বিরোধে এই হত্যা। ফয়সালকে কুপিয়ে জখমের পর উৎসব করেছে তারা।

র‍্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) খন্দকার আল মঈন বলেন, ‘এদিকে এলাকার দুইটি গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে নিয়মিত মারামারি হতো। এইগুলোর জের ধরেই উচিত শিক্ষা দেওয়া ও উচিত শিক্ষা দিতে গিয়ে ক্ষিপ্ত হয়ে তারা মূলত তাদের গুরুতর জখম করে। এবং সেই প্রেক্ষিতে ভিকটিম ফয়সাল মৃত্যুবরণ করে।’

কিশোর অপরাধ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদেও উঠে আসে ফয়সাল হত্যার প্রসঙ্গ। এতে প্রধান অতিথি হয়ে এসে পুলিশের অতিরিক্ত আইজিপি জানান, রাজধানীতে ৫০টিরও বেশি বখাটে কিশোর চক্র রয়েছে। এর পেছনে কারা, তাদের তালিকাও হচ্ছে।

ডিএমপির (ক্রাইম এন্ড অপারেশন্স) অতিরিক্ত আইজিপি ড. খ মহিদ উদ্দিন বলেন, চাপ মানে এই নয় যে যা করেছে তা বলা যাবে না। স্বাভাবিকভাবেই কোনো একটি সংগঠন কিংবা কোনো একটি জায়গায় সে আশ্রয় গ্রহণ করে থাকে। সে তখন চেষ্টা করে এর মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখার জন্য।’

শুধু আইনের প্রয়োগ নয় এ সংকট থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক প্রভাবশালীদের সদিচ্ছা জরুরি বলেও জানান বক্তারা।