বিনোদন ডেস্ক : বন্ধুত্ব ও প্রেমের গল্পে নির্মিত ‘ইশক’ সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এতে জুটি বাঁধেন কাজল-অজয় দেবগন এবং জুহি চাওলা- আমির খান।
সম্প্রতি সিনেমাটি মুক্তির ২৬ বছর অতিক্রান্ত হলো। সেই উপলক্ষ্যে টুইটারে ইশক ছবির পোস্টার শেয়ার করেন কাজল। তিনি লেখেন, সুইজারল্যান্ডের পাহাড় চড়ার শেষে এই ছবিটি তোলা। আমাদের দেখে বুঝতে পারছেন তো যে আমরা কতটা ক্লান্ত আর মনে মনে বলছি সূর্য এত দেরি করে কেন অস্ত যায় এখানে?
স্ত্রীর সেই পোস্ট শেয়ার করে পুরনো স্মৃতি হাতড়ালেন অজয় দেবগন। তিনি লেখেন, এটাই সেই ছবি না যেখানে আমি তোমায় তোমার আংটি দিয়েই প্রপোজ করেছিলাম?
১৯৯৭ সালের ২৮ নভেম্বর মুক্তি পেয়েছিল ইশক সিনেমাটি। সে বছরের তৃতীয় সব থেকে বেশি আয় করা ছবি ছিল এটি। বিশ্বজুড়ে ৫০০ মিলিয়ন টাকা আয় করেছিল।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ইশক ছবির সেটে কাজলকে প্রপোজ করলেও অজয় এবং কাজল ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন। তাদের একটি মেয়ে আছে, নায়সা দেবগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।