আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর জন্ম থেকে এখানে অক্সিজেন ছিল না। যে অক্সিজেন আমরা বুক ভরে নিতে পারছি সেটা একসময় ছিলই না পৃথিবীতে। তাহলে কীভাবে পৃথিবীতে অক্সিজেন এল। এই সমীক্ষা থেকে বিজ্ঞানীদের হাতে এসেছে অন্য ধরণের একটি তথ্য।
ব্রিটিশ বিজ্ঞানী জানিয়েছেন, আগ্নেয়গিরি থেকেই পৃথিবী পেয়েছে তার অক্সিজেন। শুনতে অবাক মনে হলেও এটাও সত্যি। আজ থেকে বহু হাজার বছর আগে যখন পৃথিবীতে অক্সিজেন ছিল না তখন সেখানে হঠাৎ শুরু হয়ে যায় এক আগ্নেয়গিরির খেলা। সেখান থেকে যে লাভা বেরিয়ে আসে তা থেকে তৈরি হয় প্রচুর ধোঁয়া। পাশাপাশি লাভার ভিতরে জমে থাকা প্রচুর ফসিল পরবর্তীকালে পৃথিবীর মাটিতে নানা ধরণের নতুন ক্রিয়া শুরু করে।
দক্ষিণ জিম্বাবোয়েতে এমন কয়েকটি আগ্নেয়গিরি পাওয়া গিয়েছে যেখান থেকে এই ধরণের ফসিল মিলেছে। এর থেকে বোঝা যায় জিম্বাবোয়ের এই অংশ থেকে পৃথিবীতে অনেকটাই অক্সিজেনের ভিত তৈরি হয়েছিল। যেখানে এই ফসিলগুলি থেকে তৈরি হয়েছিল মাটির বিরাট বিবর্তন যা পরবর্তীকালে অক্সিজেনের ভিত তৈরি করে দেয়।
মনে করা হচ্ছে আগ্নেয়গিরিগুলি পৃথিবীতে প্রচুর নাইট্রোজেন গ্যাস তৈরি করেছিল। অক্সিজেনের আগে এই নাইট্রোজেন গ্যাস গোটা পৃথিবীর পরিবেশকে বদলে দিয়েছিল। বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীর বিভিন্ন মহাসাগরের তলায় প্রচুর নাইট্রোজেন এবং ফসফরাস একযোগে অক্সিজেন তৈরিতে বিরাট সহায়তা করেছিল। সেখানে সমুদ্রের নিচে যে গাছের জন্ম হয় তা শুরু থেকেই জলের মধ্যে অক্সিজেন দিতে শুরু করে।
পৃথিবীর বুকে যত আগ্নেয়গিরি ছিল সেগুলি থেকে প্রতিনিয়ত ফসিল বের হতে শুরু করে। সেগুলি সরাসরি পৃথিবীর মাটির উপর নানা ধরণের নতুন স্তর তৈরি করেছিল। পরে সেখান থেকে গাছের জন্ম হতে শুরু করে।য এই প্রথম গাছ ছিল শ্যাওলা। সেখান থেকেই পৃথিবীতে শুরু হয় অক্সিজেনের জয়যাত্রা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রাণীকুলকে। সেই সময় থেকেই যে অক্সিজেন পৃথিবীতে তৈরি হতে শুরু করেছিল তা আজও বজায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।