বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ বলা হয় আমির খানকে। তার নাম এলেই অবধারিতভাবে জুড়ে দেওয়া হয় এই তকমা। অনেকের মতে, তিনি সবকিছুতেই পারফেক্ট, সবকিছু বেশ নিখুঁতভাবে করে থাকেন। তবে এই তকমাটি কীভাবে এল, এবার সেটি নিয়েই কথা বললেন এই বলিউড তারকা।
সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেছেন আমির খান। সেখানে ‘মি. পারফেকশনিস্ট’ প্রসঙ্গে অভিনেতা জানান, তার এই তকমার পেছনে বলিউডের বর্ষীয়ান এক অভিনেত্রীর অবদান রয়েছে। আর তিনি হলেন শাবানা আজমি। আর এটার শুরু হয়েছে চায়ের কাপ থেকে।
সেই সময়ের স্মৃতি হাতড়ে আমির খান বলেন, ‘এই পারফেকশনিস্ট-এর এই তকমাটা যে আমাকে দেওয়া হয়েছে এর জন্য শুধুমাত্র একজনই দায়ী, আর তিনি হচ্ছেন শাবানা আজমি জি।’
তিনি বলেন, ‘তখন আমি রুপালি জগতে নতুন এসেছি, ‘দিল’ সিনেমার শুটিং করছিলাম। ইন্দ্রকুমার ছিলেন সেই সিনেমার পরিচালক আর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বাবা আজমি। সেই সময়কার সেরা ক্যামেরাম্যান ছিলেন তিনি। তো আমরা মাঝেমধ্যেই তার বাড়িতে যেতাম। সেরকমই একদিন তার বাড়িতে সিনেমার বিষয়েই আলোচনায় মত্ত ছিলাম। ঠিক সেই সময় শাবানা জি আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। এসময় তিনি আমাকে প্রশ্ন করেন, আমির, তুমি কতটুকু চিনি নেবে?’
সেই সময় আমির আলোচনায় এতটাই মগ্ন ছিলেন যে, শাবানার প্রশ্নটা তিনি খেয়ালই করেননি। ফলে অভিনেত্রী ফের একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই প্রসঙ্গে আমির বলেন, ‘আমি আলোচনায় এতটাই মগ্ন ছিলাম যে, খেয়ালই করিনি। আমি পিছন ফিরে তাকে দেখি। তার প্রশ্নটা বুঝতেই আমার পাঁচ সেকেন্ড মতো সময় লেগে যায়। আমি জানতে চাই, গ্লাসটা কত বড়? উনি আমায় কাপটা দেখান। এরপর আমি জানতে চাই, চিনির চামচটা কত বড়? উনি আমায় সেটাও দেখান। তখন আমি বলি, এক চামচ। এরপর আবার আলোচনায় মগ্ন হয়ে যাই।’
ক্যান্সার আক্রান্তদের বলতে চাই, হাল ছেড়ো না: সোনালী বেন্দ্রে
আর এটাই যেন ইতিহাস হয়ে যায়! এই ঘটনাটির পর থেকে শাবানা আজমি জি সবাইকে এই গল্প বলে বেড়াতেন। এরপর থেকেই সবাই ‘পারফেকশনিস্ট’ আমিরের বন্ধু এবং বি-টাউনে তার সহকর্মীরা তাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেই ডাকেন এবং সেটাই তকমা হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।