বিনোদন ডেস্ক : এখন ভারত তো বটেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। এই ছবির মাধ্যমে দক্ষিণী সুপারস্টার যশ এখন ভারতের অন্যতম চর্চিত তারকা। শোনা যায় এখন প্রতিটি ছবির জন্য দু’ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি । যার নিরিখে তার মাসিক আয় প্রায় গড়ে ৫০ লক্ষ টাকা। এক বছরে তিনি পাঁচ কোটি টাকারও বেশি অর্থ আয় করেন।
কেজিএফ মুক্তির অনেক আগেই বেঙ্গালুরুতে একটি ডুপ্লেক্স আবাসন কিনেছেন যশ। এখন সেখানেই থাকেন যশ। অডি থেকে শুরু করে মার্সেডিজ কিংবা রেঞ্জ রোভার বিভিন্ন বিলাসবহুল গাড়ি গ্যারেজে শোভা পায় তার।
মাত্র ১২ বছর বয়স থেকে সিনেমা জগতে রাজত্ব করছেন যশ। তিনি মোট ৩৮ কোটির (৫ মিলিয়ন) সম্পত্তির মালিক এখন। তাই প্রতিযোগিতার নিরিখে প্রভাসের থেকে অনেকটা পিছনে তিনি।
চলচ্চিত্রের মতো প্রভাসের (Prabhas) বাস্তব জীবনও অনেক বিলাসবহুল। ৩৯ বছর বয়সেই বাহুবলি এই তারকা মোট সম্পত্তির পরিমাণ ১৯৬.৩৫। প্রতি বছর তার আয় ৪৫ কোটি রুপি।
অভিনেতা একটি বিলাসবহুল খামারবাড়ির মালিক, যার দাম প্রায় ৬০ কোটি টাকা। এই ফার্মহাউসে জিম থেকে থিয়েটার পর্যন্ত সমস্ত রকম সুবিধা রয়েছে। ফার্মহাউসে পার্টি ও খেলার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়েছে।
অভিনয়ের পাশাপাশি নিজের শরীরের দিকেও বিশেষ নজর দেন প্রভাস। কিছু রিপোর্ট অনুযায়ী, বাহুবলীর টিম তাকে দেড় কোটি টাকার সরঞ্জাম উপহার দিয়েছে। যাতে তিনি শরীরচর্চা করতে পারেন।
ভারী জিমের সরঞ্জামের পাশাপাশি, প্রভাস বিলাসবহুল গাড়ির খুব পছন্দ করেন। অভিনেতার কাছে রোলস রয়েস ফ্যান্টম, জ্যাগুয়ার XJR, রেঞ্জ রোভারের মতো দামি গাড়ির সংগ্রহ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।