বিনোদন ডেস্ক : তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে একই সময়ে মুক্তি পায় ভারতের দুই বড় তারকার চলচ্চিত্র। শাহরুখ খানের ‘ডানকি’ ও প্রভাসের ‘সালার’। বক্স অফিসের সবচেয়ে বড় লড়াইয়ের অনুমান করা গেলেও মুক্তির পর ‘সালার’-এর কাছে রীতিমতো ধরাশায়ী শাহরুখ খানের ‘ডানকি’। বড়দিনের লম্বা ছুটি থাকার উভয় চলচ্চিত্র দর্শকমহলে বেশ সাড়া পাচ্ছে।
তবে ছুটি শেষ হতেই বক্স অফিসে ছন্দঃপতন ঘটছে সিনেমা দুটির।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের সূত্র মতে, মঙ্গলবার শাহরুখ খানের ‘ডানকি’ মাত্র ১০ কোটি রুপি আয় করেছে। মুক্তির দিন প্রায় ৩০ কোটি আয় করেছিল ‘ডানকি’। শুক্রবার দ্বিতীয় দিন আয় করে ২০.১২ কোটি।
শনিবার আয় করে ২৫.৬১ কোটি, রবিবার ৩০.৭ এবং সোমবার ২৪.৩২ কোটি টাকা আয় করে সিনেমাটি। তবে মঙ্গলবার আয় অনেকটা কমে যায়। মাত্র ১০ কোটির মতো ঘরে তুলতে পেরেছে ‘ডানকি’। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে মোট ১৪০ কোটির মতো আয় করেছে ‘ডানকি’।
সিনেমাটির প্রযোজনা সংস্থা রেড চিলিসের মতে, বিশ্বব্যাপী ‘ডানকি’র আয় এখন ২৫৬.৪০ কোটি রুপি।
অন্যদিকে প্রভাসের ‘সালার’ মঙ্গলবার ২৪.৭৮ কোটি রুপি আয় করেছে ভারতীয় বক্স অফিসে। মুক্তির প্রথম দিন শুক্রবার ‘সালার’ ভারতে ৯০.৭ কোটি আয় করেছিল। দ্বিতীয় এবং তৃতীয় দিন যথাক্রমে ৫৬.৩৫ কোটি এবং ৬২.০৫ কোটি আয় করে। চতুর্থ দিনে সেটা কমে আয় দাঁড়ায় ৪১.২৪ কোটিতে।
বর্তমানে ভারতে ‘সালার’-এর আয় দাঁড়িয়েছে ২৮০ কোটি রুপি। বিশ্বব্যাপী আয়ে ৫০০ কোটির ক্লাবের কাছাকাছি ‘সালার’।
তবে আয়ের নিরিখে অনেক পিছিয়ে থাকলেও ‘ডানক’’ দর্শকদের মন জয় করেছে। সিনেমাটির গল্প ও নির্মাণে সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে শাহরুখের ‘ডানকি’। হিরানির জাদুতে মুগ্ধ করেছেন শাহরুখ খান―এমনটাই রব উঠেছে চারপাশে।
রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয় করেছেন।
অন্যদিকে প্রভাসের ‘সালার’ ব্যাপক অ্যাকশন প্যাকড হওয়ায় মাস অডিয়েন্সের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এর গল্পকে অনেকটাই দুর্বল আখ্যা করছেন দর্শক-সমালোচকরা। যদিও সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসবে। তবে এসব হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ নয় যখন বক্স অফিসের নিয়ন্ত্রণ নিজের দখলে রাখে কেউ। প্রভাস আপাতত বক্স অফিসের চালকের আসনে বসেছেন। তাই দীর্ঘদিন ধরে চলে আসা শাহরুখ-প্রভাসের মহারণটা অনেকটাই একতরফা হতে চলেছে, তা বলাই বাহুল্য।
প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’-এর মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।