বিনোদন ডেস্ক : মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনন্যা পাণ্ডে, বলিপাড়ায় এই গুঞ্জন চর্চা বেশ পুরোনো। যদিও সেই প্রেম যেকোনো উপায়ে লুকিয়ে রাখতে মরিয়া অনন্যা। কোনোভাবেই তিনি প্রকাশ্যে আনতে চাননি প্রেমিককে।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে কোনোমতে নিজের ব্যক্তিগত জীবনকে ঢাকা দিলেন তিনি। সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্যাকে ফোন করছেন তার প্রেমিক ওয়াকার। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন অন্য দিকে ঘুরিয়ে প্রেমিকের নাম ঢাকা দেন অনন্যা।
ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বুঝতে পারেন, এখনই নিজের প্রেমের জীবন প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী। এই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে অনন্যা বলেছেন, ‘আমি হাল ছেড়ে দিয়েছি। বুঝে গিয়েছি, যত কোনো কিছু ঢাকতে যাই, তা নিয়ে আরো বেশি করে আলোচনা হবে। বিষয়টি নিয়ে আমাকে আরো বেশি ছেঁকে ধরা হবে। তাই যা হচ্ছে হোক। যা-ই হোক, আমার আর কিছু যায় আসে না। আমি আর কিছু লুকনোর চেষ্টা করছি না।’
দাঁড়িয়ে থাকা বালিকাকে ছোঁ মেরে তুলে নেওয়ার চেষ্টা, যেভাবে প্রাণে রক্ষা
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। বর্তমানে তিনি অপেক্ষা করে আছেন তার ছবি ‘কন্ট্রোল’ নিয়ে। ৪ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel