বিনোদন ডেস্ক : কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের সর্বশেষ গানে অংশ নিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও হামিদা বানু। হাছন রাজার লেখা ‘ধরো দিলারাম’ এবং অর্ণবের ‘আমায় ধরে রাখো’ গান দুটোর ফিউশনে এটি তৈরি হয়েছে। নাম ‘দিলারাম’।
৯ সেপ্টেম্বর গানচিত্রটি উন্মুক্ত হলো অন্তর্জালে।
গানটির সংগীত প্রযোজনায় ছিলেন অর্ণব। এই গানটিতে মরমী কবি হাছন রাজার একটি গানের মাধ্যমে মানুষের স্বাধীন চেতনার কথা প্রকাশ করা হয়েছে। এই গানটিতে এমন সব মানুষের কথা বলা হয়েছে, যারা জীবনে চলার পথে বড় কোনও বাধার মুখোমুখি হয়েছেন, যাদের মনে হয়েছে এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন না।
দিলারাম হচ্ছেন সেই ব্যক্তি, চরম দুর্দশার সময়েও যিনি আমাদের সাহায্য করেছেন, বাধা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন, জানান শায়ান চৌধুরী অর্ণব। কিন্তু তার সহশিল্পী কে এই হামিদা বানু?
হামিদা বানু সিলেটের একজন লোকশিল্পী। দীর্ঘদিন ধরে তিনি হাছন রাজার পরিবারের অংশ হয়ে আছেন। বর্তমানে তিনি হাছন রাজা মিউজিয়ামে কর্মরত। তার সুরেলা ও মন ছুঁয়ে যাওয়া কণ্ঠ গানটিতে নতুন প্রাণ দিয়েছে। সেইসাথে দর্শক-শ্রোতারাও সম্পূর্ণ নতুন কিছু উপভোগ করছেন। তিনি এই প্রথমবার কোক স্টুডিও বাংলার মতো কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে গান করেছেন, জানায় কোক স্টুডিও কর্তৃপক্ষ।
‘আমায় ধরে রাখো’ অংশটির মধ্য দিয়ে গানে চমৎকার ফিউশন ঘটিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। গানে গানে সকল প্রতিবন্ধকতা এড়িয়ে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।