তার স্বপ্নের নায়ক কে? জানালেন ‘প্রিয়তমা’ ইধিকা

ইধিকা

বিনোদন ডেস্ক: একটা সময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ছিল পিলু। আর সেখানে রঞ্ঝার চরিত্রে অভিনয় করে সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন ইধিকা পাল। ধারাবাহিকটি শেষ হওয়ার পর টিভির পর্দায় আর দেখা যায়নি ইধিকাকে। সোজা পাড়ি দিয়েছেন বাংলাদেশে।

ইধিকা

ছোট পর্দা থেকে এক লাফে সোজা বড় পর্দায়, তাও আবার ওপার বাংলার ছবিতে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তো একেবারে সাড়া ফেলে দিয়েছেন ইধিকা। প্রিয়তমা ছবির সৌজন্যে এখন এপার বাংলাসহ ওপার বাংলার ছবির দর্শকের নয়নের মনি হয়ে উঠেছেন।

বাংলাদেশে শাকিব-ইধিকা অভিনীত প্রিয়তমা ছবিটি সুপারহিটের তকমাও পেয়েছে। ডেবিউ ছবিতেই সাফল্য পাওয়ার পর এই সময় ডিজিটালকে একান্ত সাক্ষাৎকার দেন ‘প্রিয়তমা’ ইধিকা। তার স্বপ্নের নায়ক কে? জানালেন ‘প্রিয়তমা’ ইধিকা।

ইধিকা বলেন, ‘স্বপ্নের নায়ক উত্তম কুমার। যদি আমি সেই যুগে থাকতাম তাহলে নিশ্চয়ই তার সঙ্গে যেভাবেই হোক কাজ করতাম। একটা ছোট্ট রোল চাইতাম। সেই চরিত্রটা করেই বেড়িয়ে যেতাম। কিন্তু, স্বপ্নের নায়ক তো নেই। তাই সেটা আর সম্ভবও নয়’।

প্রচুর ইলিশের সরবরাহ, মাছঘাটে উৎসবের আমেজ

উত্তম কুমার আর সুচিত্রা সেন তো এভারগ্রিন জুটি। ইধিকারও ইচ্ছে সুচিত্রা সেনের চরিত্রে কাজ করার। সাক্ষাৎকারের মাঝে মনের কথা অকপটে স্বীকার করলেন অভিনেত্রী। বলার পর আবার নিজেই হেসে গড়িয়ে পড়ছেন ইধিকা। সেই সঙ্গে আবার নিজের কানও ধরে নিয়েছেন। আসলে সুচিত্রা সেন বলে কথা।