কার সঙ্গে প্রেম করেন মিমি? প্রকাশ্যে এল সেই ‘প্রেমিকের’ পরিচয়

অভিনেত্রী মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে লড়ে জিতেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। সাংসদ হয়েছিল অভিনেত্রী। কিন্তু পাঁচ বছর পর ২০২৪ সালে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না মিমি। তৃণমূলের তরফ থেকে এবার ভোটের টিকিট পাচ্ছেন না তিনি। মিমি রাজনীতি ত্যাগ করা পর থেকে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার ফিডে ভেসে আসছে মিমি সংক্রান্ত যাবতীয় তথ্য। অবিবাহিত মিমির প্রেমজীবন সম্পর্কে কিন্তু কৌতূহল বিপুল।

অভিনেত্রী মিমি চক্রবর্তী

২০১১ সালে সম্প্রচারিত ‘গানের ওপারে’ ধারাবাহিকে সোহিনী দেব, মানে পুপের চরিত্রে অভিনয় করেছিলেন মিমি। পুপেই ছিল অন্যতম প্রধান চরিত্র। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের লেখনীতে তৈরি হয়েছিল সেই ধারাবাহিক। সেই শুরু। তারপর লাগাতারভাবে অভিনয় করে চলেছেন মিমি। তবে ‘গানের ওপারে’ ধারাবাহিকের পর আর কোনওদিনও কোনও সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। এক্কেবারে সিনেমায় চলে গিয়েছিলেন। ‘গানের ওপারে’-এর পুপের থেকে বাণিজ্যিক ছবির নায়িকা এবং আজকের মিমি– মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। মিমি অনেক এগিয়ে গিয়েছেন জীবনে। কিন্তু এখনও তিনি অবিবাহিতই। তবে অবিবাহিত হলেও তাঁর প্রেম জীবন কিন্তু আলোচনার কেন্দ্রে। কে মিমির প্রেমিক, সেই নিয়ে আগ্রহ মানুষের কম নয়। এই মুহূর্তে কার সঙ্গে প্রেম করছেন মিমি? চেনেন তাঁকে?

এক সাক্ষাৎকারে মিমি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা কথা শেয়ার করেছিলেন। ইউটিউব চ্যানেলকে দেওয়া সেই সাক্ষাৎকারে মিমি বলেছিলেন যে, তিনি একেবারে সিঙ্গল। সম্পর্কে থাকার তাঁর কোন বাসনাই নেই। টক্সিক সম্পর্কে থেকে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ বিষয় মিমির কাছে। মিমি জানিয়েছিলেন, তিনি প্রেম করেন। তবে শুধুমাত্র নিজের সঙ্গে। নিজেকে প্রেম করার মধ্যে যে আনন্দ খুঁজে পেয়েছেন তিনি, তা আর কোনও কিছুতেই পাননি। ফলে অনেকগুলো বছর ধরে সিঙ্গলই রয়েছেন। তবে মিমির একটা প্রেম সম্পর্কে সকলেই অবগত। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিমি। শোনা যায়, তাঁরা নাকি পুরীর মন্দিরে গিয়ে বিয়েও করেছিলেন। পরে নাকি সেই সম্পর্ক ভেঙে যায় মিমির কারণেই। রাজের সঙ্গে সম্পর্ক চলাকালীন নাকি তুরস্কের এক সুপুরুষের (শোনা যায়, তিনি নাকি এক লাইন প্রোডিসারের ছেলে) সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল। মিমিকে নাকি জলের তলায় নেমে প্রপোজ় করেছিলেন সেই তুরস্কের যুবক। কিন্তু এখন সবটাই অতীত। মিমি এখন তাঁর সিঙ্গলগুড ভীষণভাবে উপভোগ করছেন। জানিয়েছিলেন, তিনি আপাতত সিঙ্গলই থাকতে চান এবং মনে-মনে বলতে চান, “নিজেকে ভালবাসো তুমি এবার”।