স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। এটা অনেকটা অনুমেয়ই ছিল। রোহিত এই সংস্করণ থেকে বিদায় নেওয়ায় নতুন জল্পনা কে হচ্ছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হার্শা ভোগলেকে বিরাট কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন। সেই পথে হাঁটলেন রোহিতও। বিরাট কোহলির ঘোষণার ঠিক ১২০ মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।
রোহিত-কোহলি অবসরের পরই প্রশ্ন উঠছে, কে হতে পারেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক? ভবিষ্যতে কার হাতে দায়িত্ব থাকবে টিম ইন্ডিয়ার? এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছে ভারত দলে। তবে তাদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এ ছাড়া ঋষভ পন্ত, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে।
ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে পান্ডিয়ার। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। বল হাতেও ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছেন জরুরি সময়ে। সবমিলিয়ে, রোহিতের পর অধিনায়কের দায়িত্বটা হার্দিক পান্ডিয়ারই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।