বিনোদন ডেস্ক : কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা কাঁদওয়াল, ইয়ামি গৌতম, অনন্যা পান্ডে নাকি কৃতি স্যানন। কে হচ্ছেন মধুবালা? ‘মুঘল এ আজম’ মুভি খ্যাত বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুবালাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। মাত্র ৩৬ বছর বয়সে এ অনন্য সুন্দরী অভিনেত্রী হৃদযন্ত্রের জটিলতার কারণে মারা যান।
তার আসল নাম মমতাজ জাহান বেগম। জীবদ্দশায় অনেক দর্শকনন্দিত ছবি উপহার দিয়ে গেছেন তিনি। ব্যক্তিজীবনে বলিউড মুঘল দিলীপ কুমারের সঙ্গে তার প্রেম থাকলেও তা পরিণতি পায়নি। বিয়ে হয়েছিল প্রখ্যাত গায়ক-নায়ক কিশোর কুমারের সঙ্গে। মধুবালার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন নিয়ে তার বায়োপিক নির্মাণ করবেন বলিউডের গুণী নির্মাতা জসমিত কে রিন। সব প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন।
বাকি আছে শুধু মধুবালার চরিত্রে নায়িকা নির্বাচন। শুক্রবার পরিচালক তার ইনস্টাগ্রামে এক পোস্টে মধুবালার বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন। পোস্টে এ পরিচালক লেখেন- বায়োপিকটি প্রযোজনা করবে সনি পিকচার্স ইন্টারনাল প্রোডাকশন্স, ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেড এবং মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ ‘মধুবালা ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে সহপ্রযোজক হিসেবে রয়েছেন।
মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এ তালিকায় উঠে এসেছে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীর নাম। এ তালিকায় রয়েছেন- কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা কাঁদওয়াল, ইয়ামি গৌতম, অনন্যা পান্ডে, কৃতি স্যানন। তবে টাইমস অব ইন্ডিয়ার দাবি, মধুবালা চরিত্র রূপায়ণ করবেন কৃতি স্যানন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।