বিনোদন ডেস্ক : তামিল ও তেলুগু চলচ্চিত্রের রেজিনা ক্যাসান্দ্রা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন প্যান-ইন্ডিয়ান অভিনেত্রীদের তালিকায়। দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডেও নিজেকে প্রমাণ করছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে সানি দেওলের ‘জাত’ ও অক্ষয় কুমারের ‘কেসরি ২’ ছবিতে।
এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাওয়া দুই সিনেমার নায়িকা হিসেবে বলিউডে বেশ আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে। রুপে-অভিনয়ে অনন্যা তারকাকে নিয়ে কৌতুহলী দর্শক। কে এই রেজিনা? চলুন, জেনে নেওয়া যাক।
১৯৯০ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন রেজিনা ক্যাসান্দ্রা। চেন্নাইয়ের এক সাধারণ পরিবারের মেয়ে রেজিনা খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে কাজ শুরু করেন। মাত্র ৯ বছর বয়সে একটি কিডস চ্যানেল ‘স্প্ল্যাশ’-এর উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেন।
শিক্ষা জীবনে রেজিনা চেন্নাইয়ের উইমেন’স ক্রিশ্চিয়ান কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করেছেন। এরপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রেজিনার সিনেমায় যাত্রা শুরু করেন ২০০৫ সালে তামিল ছবি ‘কান্ডা নাল মুধল’ দিয়ে। এরপর বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয়ের পর তিনি তেলুগু সিনেমায় অভিষেক করেন সুধীর বাবুর বিপরীতে ‘শিব মনসুলো শ্রুতি’ ছবিতে। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী (তেলুগু) বিভাগে সিমা অ্যাওয়ার্ড জিতেছিলেন। পরবর্তীতে তিনি সুন্দীপ কিষাণ ও শিবকার্তিকেয়ান-এর সঙ্গে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের পর ২০১৯ সালে রেজিনা বলিউডে পা রাখেন ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির মাধ্যমে। এরপর তিনি আবার দক্ষিণে ফিরে গিয়ে কাজ করেন। তাকে দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে ‘ফারজি’, রানা দাগ্গুবতীর সঙ্গে ‘১৯৪৫’ ও সম্প্রতি তিনি অজিথ কুমারের সঙ্গে ‘বিদামুয়ারচি’ ছবিতে হাজির হয়েছেন।
২০২৫ সালে আবারও বলিউডে হাজির রেজিনা। পরপর দুই বলিউড মেগা-প্রজেক্টে তিনি রোশনাই ছড়াচ্ছেন। এরমধ্যে ‘জাত’ মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। সানি দেওল ও রণদীপ হুদার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। ছবিতে রেজিনাকে দেখা গেছে রণদীপের স্ত্রীর ভূমিকায়।
অন্যদিকে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে তিনি দারুণভাবে নজর কেড়েছেন ‘কেসারি ২’ ছবিতে। এটি ১৮ এপ্রিল মুক্তি পেয়ে বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে।
আশ্চর্যের বিষয় হলো ছবিতে অভিনয় করলেও রেজিনা নিজে এই ছবির প্রচারে অংশ নেননি। এমনকি অনলাইন স্টার কাস্ট লিস্টেও তার নাম উল্লেখ নেই। এ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
আগামীতে রেজিনার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তারমধ্যে ‘মুকুতি অম্মান ২’, সেকশন ১০৮’, ‘ফ্ল্যাশব্যাক’ উল্লেখযোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।