কে হচ্ছেন ‘ধুম ৪’ এর নায়ক, প্রকাশ্যে এলো নাম

Dhoom-4

বিনোদন ডেস্ক : যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘ধুম ফোর’ সিনেমার নায়ক হচ্ছে কে? তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। গুঞ্জনে নাম এসেছে শাহরুখ খানেরও।

Dhoom-4

তবে পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ‘ধুম ফোর’ এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর এই ‘ধুম ফোর’ হতে চলেছে রণবীর কাপুরের ক্যারিয়ারের ২৫ তম সিনেমা।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছেন, ‘রণবীরের সঙ্গে বহুদিন ধরে এই বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সবসময়েই সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।’

সূত্র আরও জানিয়েছেন, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের সর্বশেষ সিনেমা ‘ধুম থ্রি’। ১১ বছর পেরিয়ে গেছে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে ‘ধুম ফোর’ এর শুটিং। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।