বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। এসবের মাঝেও ফেসবুকে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন নিজের প্রিয় মুহূর্তগুলো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনই এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, বাগান বিলাশ ফুল গাছের সামনে পরী দাঁড়িয়ে আছেন। চোখ বন্ধ করে কী যেন গভীরভাবে অনুভব করছেন।
এই নায়িকা ছবিটির ক্যাপশনে লিখেছেন, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই…।
ভক্ত থেকে শুরু করে সহশিল্পী, সবাই পরীর সেই ছবিতে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি পরীমণি কলকাতার একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। যার নাম ‘ফেলু বক্সী’। নির্মাণ করছেন দেবরাজ সিনহা। সিনেমাটিতে পরী ছাড়াও দেখা মিলবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।