স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে! উত্তর সবার জানা, ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সম্পত্তির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। তার পরেই আছেন লিওনেল মেসি। তার সম্পদ ৪৭১.৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ দুজন মিলে প্রায় ১ বিলিয়ন পাউন্ড সম্পদের অধিকারী। তবে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের মোট সম্পদের তুলনায় মেসি-রোনালদোর সম্মিলিত সম্পদ কিছুই না। তিনি হলে ফাইক বোলকিয়াহ। ২৫ বছর বয়সী লস অ্যাঞ্জেলেস এ জন্ম নেওয়া এ ফুটবলারের সম্পদের পরিমান প্রায় ১৫.৭ বিলিয়ন পাউন্ড।
অবাক লাগলেও এটিই বাস্তবতা। ব্রুনেই সুলতান এর ভাগ্নে বোলকিয়াহ রাজকীয় পরিবার যে পরিমাণ সম্পদের অধিকারী তা প্রায় ২০০ বিলিয়ন পাউন্ড। এর মধ্যে কেবল তার ব্যক্তিগত সম্পদের পরিমাণই ১৫.৭ বিলিয়ন পাউন্ড। বর্তমানে থাইলান্ডে রাতচাবুরি এফসির হয়ে খেলছেন ব্রুনেই রাজকীয় পরিবারের সন্তান বোলকিয়াহ।
এর আগে ছিলেন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি ও চেলসিতে। তবে দুর্ভাগ্যের বিষয় এ দুই দলের কোনোটিরই সিনিয়র টিমে খেলার সুযোগ হয়নি চেলসির একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় বোলকিয়াহর। লেস্টারের হয়ে উয়েফা ইয়ুথ লিগে অবশ্য ম্যাচ খেলেছেন তিনি। তার সতীর্থদের কাছে তিনি অত্যন্ত বিনয়ী বন্ধু হিসেবেই খ্যাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।