জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৯ আসনে (সাভার ও আমিনবাজারের একাংশ) ত্রাণ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান পরাজিত হয়েছেন।
এখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগেরই সাবেক এমপি তৌহিদ জং মুরাদ।
রানা প্লাজার ভবন ধ্বসের পর সাভারের রাজনীতিতে উত্থান ঘটে এনামুর রহমানের। অনেকটা পেছনে পড়ে যান তৌহিদ জং।
দশ বছর পর বেশ সাড়ম্বরে রাজধানীতে ফিরে এবার তিনি আলোচনায় এসেছিলেন।
কিন্তু ভোট শেষে দেখা যায় এখানে জিতেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
এ আসনে নৌকা পেয়েছে তৃতীয় স্থান পেয়েছে। আর তৌহিদ জং মুরাদ হয়েছেন দ্বিতীয়।
ট্রাক প্রতীকের সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে পরিচিত হলেও তিনি সেভাবে কখনোই জাতীয় পর্যায়ে আলোচিত হননি।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে তিনি সংসদ সদস্যের জন্য প্রার্থী হয়েছিলেন।
তিনি পেশায় ব্যবসায়ী। কয়েকটি পোশাক কারখানা আছে। জড়িত কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।