বিনোদন ডেস্ক : জন্মদিনে কি কোনওদিন কেক কেটেছেন রবি ঠাকুর? কেউ কি দেখেছেন তেমন ছবি? বিশ্বভারতীর কাছেও কি রয়েছে রবি ঠাকুরের কেক কাটার ছবি! ২৫ শে বৈশাখে ফেইসবুকে এমনটাই লিখেছেন মীর। লেখার পাশাপাশি মুখে রবি ঠাকুরের মতো লম্বা পাকা দাড়ি লাগিয়ে বিশ্বকবির সাজে তাক লাগিয়েছেন সবাইকে। এভাবেই রবীন্দ্রজয়ন্তী পালন করেছেন তিনি।
সব উৎসবেই নতুন নতুন কায়দায় সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছা জানান মীর। আর মীরের এই পোস্ট অনুরাগীদের কাছে দারুণ জনপ্রিয়। এই যেমন, সম্প্রতি ঈদের উৎসবে খুব জোরে গান চালানোর কারণে মজার ছলে প্রতিবাদ করেছিলেন মীর।
অনুরাগীদের কাছে তার পোস্ট জনপ্রিয় হলেও যে কোনও উৎসবে শুভেচ্ছা জানালেই সোশ্যাল মিডিয়ায় একাংশ তাকে নিয়ে তীব্র কটাক্ষ করেন। ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
তবে মীর এসব কানে তোলেন না। বরং দূর্গামূর্তির সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির কথা বললেন তিনি। তবে এবার আর এসব নয়। বরং নিজের ঢঙ্গে রবি ঠাকুরকে স্মরণ করলেন মীর।
তবে এবারও মীর নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন।
তার ছবির নীচে কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘নেক্সট নজরুল জয়ন্তীতে আপনার থেকে এরকম একটি বিরল ছবি পাবো… আশা রাখি।’
কেউ আবার লিখেছেন, ‘এটাই তো এনাদের ভিতরের এবং বাইরের চিন্তাচেতনা।’
সূত্র: সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।