বিনোদন ডেস্ক : জন্মদিনে অভিনেতা সিয়াম আহমদেকে তার ফেইসবুকে শুভেচ্ছা জানাতে গিয়ে চমকে যান অনেকে! কারণ এক অন্য সিয়ামের দেখা মিলেছে সেখানে।
অভিনেতা তার ৩৪তম জন্মদিনে শুক্রবার নতুন সিনেমা ‘জংলি’র পোস্টার শেয়ার করেছেন ফেইসবুকে। যে সিনেমা আসছে কোরবানির ঈদে।
আর সেই পোস্টারে ভয়ংকর রূপে দেখা দিয়েছেন সিয়াম। পরনে লুঙ্গি, গালভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে আবার রোদচশমা এবং হাতে রক্ত লেগে আছে। সব মিলে সাধারণ সময়ের ফিটফাট সিয়ামকে চেনা দায়।
দুই বছর আগে ‘অন্তর্জাল’ সিনেমায় শেষবার বড় পর্দায় আসেন সিয়াম।
‘জংলি’ নিয়ে গ্লিটজকে সিয়াম বলেন, “দীর্ঘদিন পর নতুন সিনেমার কাজ করছি। ভালো ও ভিন্ন ধরনের গল্পের অপেক্ষায় ছিলাম।”
সিনেমার গল্প কে নায়িকা, সেটি নিয়েও মুখ খুলতে নারাজ সিয়াম।
“চরিত্র, গল্প নিয়ে কোনো কিছুই এখন বলা যাবে না। শুধু বলব জংলি একদম জংলির মতই আসবে। তাছাড়া পোস্টার প্রকাশের পর সাড়া পাচ্ছি ভালো। ঈদের পরে শুটিং শুরু হবে।”
‘জংলি’ বানাচ্ছেন এম রাহিম।
গ্লিটজকে এই নির্মাতা বলেন, “শান সিনেমার পর দীর্ঘ বিরতি নিয়ে এই সিনেমাটি শুরু করছি। শিডিউল করা হয়েছে, হয়তো ঈদের পরেই শুটিং শুরু হবে।”
নির্মাতাও ‘জংলির’ চিত্রনাট্য নিয়ে কিছু না জানিয়ে কেবল বললেন, “জংলি সিনেমায় দর্শক মিশ্র ঘরানার ফিল পাবে। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশন, ইমোশন মিলিয়েই গল্পটা সাজিয়েছি।”
‘জংলি’র গল্প লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা।
পরিচালকের কাছে গ্লিটজের প্রশ্ন ছিল, পোস্টারে ভারতের দক্ষিণী সিনেমার ঢং টের পাওয়া যাচ্ছে, গল্পও তেমনই?
রাহিম বলেন, “না ‘জংলি’ দক্ষিণী স্টাইলের সিনেমা না। আমার গল্পের মধ্যে জংলি ব্যাপারটা আছে। মানুষের মনের মধ্যে অনেক জংলি ভাব থাকে, অনেক সময় মানুষ দুঃখ পেয়ে মানুষ জংলি ধরনের হয়ে যায়। যেমন চুল কাটে না, অনেক দাড়ি হয়ে থাকে উষ্কখুষ্ক থাকে। ওই চরিত্রটা যখন ধারণ করতে হয় তখন চরিত্রের লুকটাও সেরকমই করতে হয়। সেই চিন্তা থেকেই চরিত্রের প্রয়োজনে এই পোস্টার। এর গল্প কারো সঙ্গে মিলবে না। এটা দক্ষিণের কোনো কপি না, বলিউড কপি না। এটা আমাদের নিজস্ব গল্প।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।