বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর যখন লঞ্চ হয়, তখন তার ওজন শুনে চোখ কপালে ওঠে বহু মানুষের। কারণ এটির কার্ব ওয়েট 241 কেজি। কিন্তু, জানলে আঁতকে উঠবেন এর থেকেও ভারী ওজনের বাইক রয়েছে ভারতে। এই টু হুইলারগুলি সম্পর্কে খুব মানুষই জানেন। দানবীয় চেহারার এই বাইকগুলোর দামও সেইরকম। দেরি না করে চলুন সেই 5 বাইক সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইন্ডিয়ান পারস্যুট লিমিটেড
ভারতে বিক্রি হওয়া সবথেকে ভারী মোটরসাইকেল ইন্ডিয়ান পারস্যুট লিমিটেড। যার ওজন 416 কেজি। বাইকের দাম 44.70 লাখ টাকা। এটি মার্কিন সংস্থার অন্যতম সেরা ক্রুজার বাইক। এতে দেওয়া হয়েছে 1768 সিসি পাওয়ার প্লাস ভি টুইন ইঞ্জিন যা সর্বোচ্চ 178 এনএম টর্ক তৈরি করতে পারে। হার্লে-ডেভিডসন স্ট্রিট গ্লাইড বাইকের অন্যতম প্রতিপক্ষ ইন্ডিয়ান পারস্যুট লিমিটেড।
ইন্ডিয়ান রোডমাস্টার লিমিটেড
মার্কিন সংস্থা ইন্ডিয়ান মোটরসাইকেলের অন্যতম দামি টু হুইলার ইন্ডিয়ান রোডস্টার লিমিটেড। এটির ওজন 403 কিলোগ্রাম। বাইকের দাম 43.80 লাখ টাকা। রেট্রো ডিজাইনের এই বাইক ভারতে হার্লে-ডেভিডসনের জবাব। এতে রয়েছে 1890 সিসি থান্ডারস্ট্রোক 116 ভি টুইন ইঞ্জিন যা বিরাট 171 এনএম টর্ক তৈরি করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।