বিনোদন ডেস্ক : মুম্বই শহরের অন্যতম আকর্ষণ শাহরুখ খানের বাড়ি মন্নত। অনুরাগীরা আরব সাগরের তীরের এই শহরে বেড়াতে গেলেই ঢুঁ মারেন মন্নতের সামনে। বিলাসবহুল বাড়ির দাম যে আকাশছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না। এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাও। অমিতাভ বচ্চনকে এক ঝলক চাক্ষুষ করার জন্য প্রতি দিন তাঁর বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। তবে মূল্যের নিরিখে শাহরুখ ও অমিতাভকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে অন্য এক তারকার বাড়ি।
শোনা যায়, মন্নতের দাম ২০০ কোটি টাকা। অন্য দিকে, জলসার দাম ১০০ কোটি টাকা। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ঘোরাফেরা করে ৫০ থেকে ১০০ কোটির মধ্যে। কিন্তু সেই সব নজির ভেঙে দিয়েছে সইফ আলি খানের বাড়ি। বলা ভাল, প্রাসাদ। সইফদের ‘পটৌডী প্যালেস’-এর দাম নাকি ৮০০ কোটি টাকা। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত ‘পটৌডী প্যালেস’। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকর আলি খান পটৌডী বানিয়েছিলেন পটৌডী প্যালেস। ইফতিকর সম্পর্কে সইফের ঠাকুরদা। তিনি ছিলেন পটৌডীর নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সইফ ও তাঁর পরিবারের।
১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিকর আলি। সেই সময় তিনি ভেবেছিলেন, তাঁদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই পটৌডী প্যালেস তৈরি করেছিলেন তিনি। প্রায়ই এই বাড়িতে স্ত্রী করিনা কপূর খান ও দুই পুত্র তৈমুর, জেহ্র সঙ্গে সময় কাটান সইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।