বিনোদন ডেস্ক : কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন উইল স্মিথ। থাপ্পড় কাণ্ডের কারণে একাডেমি থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। নিষেধাজ্ঞা অনুসারে আগামী ১০ বছর এ তারকা একাডেমির কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তবে অস্কারের জন্য মনোনীত বা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। একাডেমির প্রথম বৈঠকের পর উইল স্মিথকে ১৫ দিনের সময় দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। তিনি নিজে একাডেমি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর একাডেমি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
একাডেমি থেকে সিদ্ধান্ত জানানোর পর স্মিথ বলেছেন, তিনি এ শাস্তি মেনে নিচ্ছেন। এর ফলে আগামী বছর অস্কারের আসরে পুরস্কার তুলে দেয়ার জন্য মঞ্চে থাকতে পারবেন না তিনি। কিন্তু স্মিথই প্রথম ব্যক্তি নন যিনি এভাবে নিষিদ্ধ হয়েছেন। যদিও একাডেমি থেকে নিষিদ্ধ করার ঘটনা হাতে গোনা। তাই আলোচনায় বিষয়টি আসে না।
দ্য গডফাদার সিনেমার অভিনেতা কারমাইন কারবিকে ২০০৪ সালে নিষিদ্ধ করা হয়েছিল। তার অপরাধ ছিল বেশ গুরুতর। তিনি সিনেমার পাইরেসির সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে প্রযোজক হারভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিল। কিন্তু বহুদিন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এরপর ২০১৭ সালে তাকে বহিষ্কার করা হয় এবং বলা হয় তার কাজ একাডেমির নীতিবিরোধী এবং ঘৃণ্য। একই ধরনের অভিযোগের কারণে কৌতুকাভিনেতা বিল কসবিকে ২০১৮ সালে বহিষ্কার করা হয়।
এ সময়ে হলিউডে যৌন নিগ্রহ ও হয়রানির বিষয়টি বেশি করে সামনে আসে। সে কারণেই রোমান পোলানস্কিকেও একই সময়ে বহিষ্কার করা হয়। তাকে নিয়ে অভিযোগ বহুদিনের, কিন্তু তার পরও তিনি এ সময় অস্কার জিতেছিলেন। স্মিথের আগে সমসাময়িক বহিষ্কারের ঘটনাটি ঘটে ২০২১ সালে। শিশুদের যৌন হয়রানির কারণে সিনেমাটোগ্রাফার অ্যাডাম কিমেল বহিষ্কৃত হন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।