প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ‘প্রথম সাক্ষী’ কারা?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হচ্ছেন বিশ্ববাসী। আজ পৃথিবীতে ঘটতে চলছে চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর এ বিরল সূর্যগ্রহণের সাক্ষী প্রথম কারা জানেন?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ছবি: সংগৃহীত

বছরের প্রথম এবং বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে নির্দিষ্ট স্থানগুলোতে ভিড় বাড়াতে শুরু করেছেন জনগণ। কারণ এবারের সূর্যগ্রহণে খালি চোখে সরাসরি দেখা যাবে জ্বলন্ত গ্রহ আর ধুমকেতু।

নাসার দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (৮ এপ্রিল) এবারের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে প্রশান্ত মহাসাগরে আর শেষ হবে আটলান্টিকে। এসব স্থান থেকে সরাসরি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন উৎসুক জনতা।

সর্বশেষ তথ্য অনুযায়ী,

স্থানীয় সময় ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ। এ হিসেবে মেক্সিকানরাই বিরল এ ঘটনার প্রথম সাক্ষী হবেন।

এরপর একে একে আমেরিকা, কানাডা, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আটলান্টিকের জণগণ মহাজাগতিক এ ঘটনার সাক্ষী হবেন।

এরপর চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হবে সূর্যগ্রহণ।

এদিন ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে। সূর্যগ্রহণের সময় সকাল থাকায় উল্লেখিত স্থানে বিরল এ মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা।

এদিকে বাংলাদেশে সূর্যগ্রহণের সময় রাত ০৯ টা ১২ মিনিট থেকে রাত ০১ টা ২৫ মিনিট মধ্যরাত পর্যন্ত চলবে। এই সূর্যগ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ২৫ মিনিট স্থায়ী হবে। যেহেতু সূর্যগ্রহণের সময় এদেশে রাত তাই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন না দেশবাসী।

প্রসঙ্গত, এক স্থান থেকে ৩৭৫ বছরে একবার দেখার সুযোগ ঘটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাই ১৮ মাস পর পর হওয়া সূর্যগ্রহণ স্বাভাবিক হলেও বিরল এবং একই সঙ্গে মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সর্বশেষ বিরল এ সূর্যগ্রহণ ১৯৭০ সালে ঘটেছিল। আবার ঘটবে ৫৪ বছর পর ২০৭৮ সালে।