স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দেড়মাসের লড়াই শেষে পর্দা নামছে বিপিএলের। আগামীকাল বিপিএলের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে কুমিল্লা, অপরদিকে প্রথম শিরোপার খুঁজে বরিশাল। ফাইনালের লড়াই মাঠে গড়ানোর আগে বিপিএলের প্রাইজমানি সহ সকল পুরস্কারের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
বিপিএলের চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে দুই কোটি টাকার প্রাইজমানি। অপরদিকে রানার্সআপ দল পাবে এক কোটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
এছাড়াও পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। ফাইনালের ম্যাচ সেরা পাবেন ৫ লাখ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ৫ লাখ। সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ ও টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৫ লাখ।
বিপিএলের এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। ১৩ ম্যাচ খেলে তাঁর ব্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৭ রান। অপরদিকে সর্বোচ্চ রান সংগ্রাহক বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। হৃদয় থেকে ১ ম্যাচ বেশি খেলা তামিম করেছেন ৪৫৩ রান।
ফাইনালে এই দুই ব্যাটসম্যানের মাঝেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারটি উঠতে পারে। তবে ৩৭৫ ও ৩৬৬ রান করে লিটন দাস ও মুশফিকুর রহিমও আছেন এই দৌড়ে।
এদিকে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। বিপিএলের প্লে অফে তাঁর দল খেলতে না পারলেও ২২ উইকেট নিয়ে তিনি আছেন সবার উপরে। এই বাঁহাতি পেসারের ধারে কাছেও কেউ নেই। তবে বিপিএলের ফাইনালে অবিশ্বাস্যভাবে ৮ উইকেট শিকার করতে পারলে শরীফুলের সমান ২২ উইকেটের মালিক হতে পারবেন বরিশালের পেসার সাইফউদ্দিন (১৪ উইকেট)। আর তা না হলে অনুমিতভাবেই সর্বোচ্চ উইকেট শিকারির ৫ লাখ টাকা উঠতে যাচ্ছে শরিফুলের হাতে।
এদিকে বিপিএলের এবারের আসরে সবচেয়ে আলোচিত পুরস্কার হলো টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের আগ পর্যন্ত টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে ছিলেন রংপুর রাইডার্সে সাকিব আল হাসান ( ২৫৫ রান ও ১৭ উইকেট)। তবে তাঁর দল ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় টুর্নামেন্ট সেরার দৌড় থেকে পিছিয়ে পড়েছেন সাকিব।
ফাইনাল খেলা দুই দলের দুই তারকা তামিম ও হৃদয় থেকে যেকোন একজনের হাতেই উঠতে যাচ্ছে বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার। পুরো টুর্নামেন্টে তামিম থেকে ৬ রান কম করলেও আসর জুড়ে দাপুটে ব্যাটিং ও সর্বোচ্চ ছক্কা হাঁকানোর জন্য টুর্নামেন্ট সেরার দৌড়ে অন্যতম ফেভারিট তাওহীদ হৃদয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।