স্পোর্টস ডেস্ক : চোটের কারণে মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না লিওনেল মেসির। উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের চূড়ান্ত দলে নেই আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক। মেসি না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই ম্যাচ দুটিতে মেসির ‘১০’ নম্বর জার্সি গায়ে চড়াবেন কে?
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার ৪ বছর পর ১০ নম্বর জার্সি পান মেসি। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম সেই জার্সি পরে খেলেছেন তিনি। তারপর থেকে মেসির সম্পত্তি হয়ে যায় ১০ নম্বর জার্সি।
তবে মেসির অনুপস্থিতিতে ১৪ জনের সৌভাগ্য হয়েছে সেই ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর। আরিয়েল ওর্তেগা, পেরেজ, গাইতানদের অনেকেই এই জার্সি পরে মাঠে নেমেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি—সর্বোচ্চ সাতবার মেসির অনুপস্থিতিতে সার্জিও আগুয়েরা ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। মেসির আরেক বন্ধু ডি মারিয়াও দুই ম্যাচ খেলেছিলেন ১০ নম্বর পরে।
আর্জেন্টিনা ও ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবার আনহেল কোরেয়ার গায়ে উঠতে পারে ১০ নম্বর জার্সি। যদিও মেসির অনুপস্থিতিতে কেউ ১০ নম্বর জার্সি পরেননি, এমন দৃষ্টান্তও রয়েছে। তাই কোরেয়া-ই ১০ নম্বর জার্সি পরে খেলবেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।