স্পোর্টস ডেস্ক : পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। তবে বিশ্বকাপ শুরুর আগেই দশ দলের অধিনায়ক জানিয়েছেন তাদের লক্ষ্যের কথা। এর মাঝে বিশ্বকাপ জিতবে কোন দল তা জানিয়েছেন ভারতের জ্যোতিষী গ্রিনস্টোন লোবো।
ভারতের জ্যোতিষী গ্রিনস্টোন লোবো গণনা অনুযায়ী এবারের বিশ্বকাপ জিতবেন ১৯৮৭ সালে জন্ম নেওয়া কোন অধিনায়ক। তার এই গণনায় খুশি হতেই পারে বাংলাদেশ সমর্থকরা। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্মও ১৯৮৭ সালেই। তবে, বাধা আছে এখানেও। সাকিবের মতই ১৯৮৭ সালে জন্ম নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপের মতো বড় আসরে ভবিষ্যৎবাণীর প্রথা নতুন কিছু না। ফুটবল বিশ্বকাপের অক্টোপাস পল তো রীতিমত কিংবদন্তি বনে গিয়েছিল ২০১০ সালে। তবে এইবার গ্রিনস্টোন লোবো সেই তালিকায় যুক্ত হতেই পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।