আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে পুকুর ‘চুরি’র ঘটনা ঘটেছে। এই চুরি কিন্তু প্রবাদ-প্রবচনের ‘পুকুরচুরি’ নয়। আক্ষরিক অর্থেই রাজ্যের দ্বারভাঙায় আস্ত একটি পুকুর ‘চুরি’ হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য দিয়েছে।
রাতের অন্ধকারে গোপনে একটি পুকুর ভরাট করা হয়েছে। ভরাটের পর সেখানে রাতারাতি একটি কুঁড়েঘরও তৈরি করেছে তারা। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয়দের দাবি, এটি সরকারি পুকুর। পুকুরটি মাছ চাষসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। তবে দ্বারভাঙা উপজেলার জমির দাম বেড়ে যাওয়ায় এর ওপর নজর দিয়েছে ‘ভূমিদস্যুরা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।