মানিকগঞ্জ থেকে উদ্ধার লাশটি কার?

মানিকগঞ্জ প্রতিনিধি : বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। স্বাস্থ্য মাঝারি, গায়ের রং শ্যামলা। পড়নে ছিল কালো হাফপ্যান্ট, গায়ে ফুলহাতা নেভি-ব্লু হুডি সোয়েটার যার সামনের অংশে লেখা ছিল ‘হিল ফিগার’। সোয়েটারের নিচে হাফ হাতা লাল সবুজ রংয়ের গেঞ্জি ও হাফ হাতা সাদা কালো লাল গেঞ্জি ছিল।

গত ৩০ ডিসেম্বর সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার আশরাফুল মান্নানের টিনশেডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে এখনো লাশের পরিচয় মেলেনি। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, লাশের শরীর পচন ধরে তরল নির্গত হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ও মুখমণ্ডলের কোনো অংশ দেখে শনাক্তের উপায় নেই। পুলিশের রেকর্ড সার্ভার থেকেও উদ্ধার মরদেহটির আকার, আকৃতি এবং বৈশিষ্ট্য দেখে মেলানো যাচ্ছে না। অজ্ঞাত লাশটি শনাক্ত ও তার স্বজনদের খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, অজ্ঞাত লাশটি উদ্ধারের পর নানাভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। কিন্তু সম্ভব হয়নি।