বিনোদন ডেস্ক : বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। কিন্তু এমন তারকাও রয়েছেন যাঁদের প্রথম ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও পরবর্তী ছবিগুলির মধ্যে দিয়ে তাঁরা সাফল্যের সিঁড়িতে উঠেছেন। কিন্তু অনিল কপূর, হৃতিক রোশন, বিদ্যা বালনের মতো বলিপাড়ায় এমন কয়েক জন তারকা রয়েছেন যাঁদের প্রথম ছবি মুক্তি পায়নি।
১৯৯৮ সালে ‘দিল সে’ ছবিতে প্রীতি জ়িন্টাকে প্রথম বার বড় পর্দায় দেখা যায়। এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
শেখর কপূরের পরিচালনায় ‘তারা রম পম’ ছবিতে প্রথম অভিনয় করার কথা ছিল প্রীতির। কিন্তু এই ছবির কাজ আর কখনও শুরুই হয়নি। তাই ‘দিল সে’ ছবি দিয়েই প্রীতি তাঁর কেরিয়ার শুরু করেন।
শেখরের ‘তারা রম পম’ ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখতেন রাকেশ রোশনের পুত্র হৃতিক। প্রীতির বিপরীতে অভিনয় করতে দেখা যেত হৃতিককে। কিন্তু ছবির কাজ শুরু না হওয়ায় হৃতিক অভিনয়ের প্রথম সুযোগ হারান।
২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না… প্যার হে’ ছবিটি মুক্তি পায়। এই ছবির মাধ্যমে হৃতিককে প্রথম বড় পর্দায় দেখা যায়। অমিশা পটেলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
২০০০ সাল। জেপি দত্তের পরিচালনায় মুক্তি পায় ‘রিফিউজি’ ছবিটি। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক এবং রণধীর কপূরের কন্যা করিনা এই ছবিতে অভিনয় করে তখন সবেমাত্র পা রেখেছেন বলিপাড়ায়।
কিন্তু ‘রিফিউজি’ ছবির আগেই অভিষেক অন্য একটি ছবির জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় ‘সমঝৌতা এক্সপ্রেস’ ছবির শুটিং সামান্য এগিয়ে গিয়েছিল। কিন্তু কোনও অজানা কারণে এই ছবির কাজ বন্ধ হয়ে যায়।
বলিপাড়ায় বিদ্যা বালনের আবির্ভাব ২০০৫ সালে। প্রদীপ সরকারের পরিচালনায় ‘পরিণীতা’ ছবিতে অভিনয় করেন তিনি। সইফ আলি খান, সঞ্জয় দত্ত, দিয়া মির্জার মতো বলিপাড়ার জনপ্রিয় তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি।
বিদ্যা প্রথম অভিনয় করেছিলেন একটি বাংলা ছবিতে। ২০০৩ সালে গৌতম হালদারের পরিচালনায় মুক্তি পায় ‘ভাল থেকো’ ছবিটি। এই ছবিতে বিদ্যাকে প্রথম অভিনয় করতে দেখা যায়।
কিন্তু ২০০৩ সালের আগে একটি মালয়ালম ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন বিদ্যা। মোহনলালের সঙ্গে ‘চক্রম’ ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। কিন্তু এই ছবির কাজ থেমে যায়। তাই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিদ্যার প্রথম ছবি মুক্তি পায়নি।
তবে, অনিল কপূরের ক্ষেত্রে প্রথম ছবি মুক্তি পেলেও তা নির্ধারিত সময়ের পরে মুক্তি পেয়েছে। ১৯৮৩ সালে অনিল কপূর অভিনীত প্রথম ছবি ‘রচনা’ মুক্তি পায়। কিন্তু সঠিক সময় মুক্তি পেলে অন্য হিন্দি ছবিতে অনিলকে দেখা যেত।
‘রচনা’ ছবির আগে এমএস সাথ্যুর পরিচালিত ‘কাহাঁ কাহাঁ গুজর গয়ে’ ছবির শুটিং শেষ করে ফেলেছিলেন অনিল। ১৯৮১ সালে এই ছবির সমস্ত কাজ শেষ হয়ে গেলেও মুক্তি পেতে দেরি হচ্ছিল। শেষ পর্যন্ত ৫ বছর পর ১৯৮৬ সালে ‘কাহাঁ কাহাঁ গুজর গয়ে’ ছবিটি মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।