লাইফস্টাইল ডেস্ক : অনেক দিন আগে চীনদেশে এক লোক ও তার স্ত্রী বাস করত। তাদের একটি সোনার আংটি ছিল। এটি ছিল সৌভাগ্যের আংটি। সে কারণে আংটির মালিকের কোনো অভাব ছিল না। কিন্তু তারা এটা জানত না। তাই অল্প দামে আংটিটি বিক্রি করে দেয়। আংটিটি বিক্রি করার সাথে সাথে তারা দিন দিন গরিব হতে শুরু করল। একবেলা খেলে আরেকবেলা তারা কী খাবে, তা জানত না। তাদের একটি কুকুর ও একটি পোষা বিড়াল ছিল। তারাও ক্ষুধার্ত থাকত।
একদিন কুকুর ও বিড়াল নিজেদের মধ্যে আলোচনা করল যে, কীভাবে তারা তাদের মালিকের আগের অবস্থা ফিরিয়ে দিতে পারে। কুকুরটির মাথায় একটি বুদ্ধি এল। সে বিড়ালকে বলল, ‘তাদেরকে অবশ্যই আবার আংটিটি ফেরত দিতে হবে।’ বিড়াল উত্তর দিল, ‘আংটিটি অতি সাবধানে শক্ত একটি বাক্সে এমনভাবে আটকে রাখা হয়েছে—যাতে কেউ এটি নিতে না পারে।’
কুকুরটি বলল, ‘তোমাকে অবশ্যই একটি ইঁদুর ধরতে হবে এবং ইঁদুরটিকে ঐ বাক্সে একটি ছিদ্র করে আংটিটি বের করতে হবে। সে যদি রাজি না হয়, তাহলে তাকে মেরে ফেলার হুমকি দেবে। আশা করি সে তখন কাজটি করে দেবে। এ কথা শুনে বিড়াল খুশি হলো এবং সে একটি ইঁদুর ধরল। তারপর সেই বাক্সটি যে বাড়িতে রাখা ছিল, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। কুকুরও তাদের সঙ্গে গেল। সামনে একটি বড় নদী পড়ল। যেহেতু বিড়াল সাঁতার কাটতে পারে না, তাই কুকুর তাকে পিঠে নিয়ে সাঁতার কেটে নদী পার হলো। তারপর বিড়াল ইঁদুরকে নিয়ে সেই বাড়িতে হাজির হলো।
ইঁদুরটি বাক্সে একটি ছিদ্র করে আংটিটি বের করে আনল। ইঁদুরের কাছ আংটিটি নিয়ে বিড়াল তার মুখে রাখল এবং নদীর পাড়ে ফিরে গেল—যেখানে কুকুর বিড়ালের জন্য অপেক্ষা করছিল। কুকুর এবারও বিড়ালকে তার পিঠে নিয়ে সাঁতার কেটে নদী পার হলো। এরপর তারা একসাথে তাদের মালিকের কাছে আংটিটি ফিরিয়ে দিতে বাড়ির উদ্দেশে যাত্রা করল।
কুকুর শুধু মাটি বরাবর দৌড়াতে পারলেও বিড়ালের মতো লাফ দিতে পারে না। তাই পথে কোনো বাড়ি পড়লে বিড়ালটি দ্রুত ছাদে উঠে পার হয়ে যেত। এভাবে সে কুকুরের অনেক আগেই বাড়িতে পৌঁছে গেল এবং আংটিটি তার মালিকের কাছে ফিরিয়ে দিল।
আংটি পেয়ে মালিক তার স্ত্রীকে বলল, ‘বিড়ালটা কত ভালো! আমরা সবসময় তাকে ঠিকমতো খাবার দেবো এবং সন্তানের মতো তার যত্ন নেব!’
কিন্তু কুকুরটি বাড়িতে এলে তারা তাকে মারধর ও বকাঝকা করল। কেননা তাদের ধারণা, আংটি ফেরত আনতে কুকুর কোনো সাহায্য করেনি। বিড়াল কোনো কথা না বলে আগুনের পাশে গিয়ে শুয়ে পড়ল।
ব্ল্যাকহোল আসলে কী, সত্যিই কি এর অস্তিত্ব আছে? চলুন জেনে নেওয়া যাক
তারপর কুকুরটি বিড়ালের ওপর ভীষণ খেপে গেল। কারণ সে তার পুরস্কার ছিনিয়ে নিয়েছে। বিড়ালটিকে সামনে পেলেই কুকুরটি তেড়ে গিয়ে ধরার চেষ্টা করল।
আর সেদিন থেকেই বিড়াল আর কুকুর একে অপরের শত্রু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।