আন্তর্জাতিক ডেস্ক : দলে দলে সুইডেন ছাড়ছে ভারতীয়রা। আর এর পেছনে রয়েছে যৌক্তিক কিছু কারণ। সম্প্রতি সুইডেনে বসবাসকারী একজন ভারতীয়র এ বিষয়ক একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অঙ্কুর ত্যাগি নামের ওই ব্যক্তির দাবি, ভারতীয়দের অনেকে সুইডেন থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন।
এক্সে অঙ্কুর লিখেছেন, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনন্য সংস্কৃতি এবং বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও অনেক ভারতীয় নিজ দেশে ফিরতে চায়। এর নেপথ্যে থাকা সম্ভাব্য কয়েকটি কারণ তালিকাভুক্ত করেছেন অঙ্কুর।
পেশাগত উন্নয়ন: সুইডেন ছেড়ে ভারতে ফিরে যাওয়ার অন্যতম কারণ হিসেবে অঙ্কুর পেশাগত উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি দক্ষ পেশাদারদের জন্য প্রতিযোগিতামূলক বেতন এবং কাজের নানা সুযোগ পেশাগত উন্নয়নে ভূমিকা রাখছে। আর এ কারণে দেশে ফিরে যাওয়ায় উৎসাহী হচ্ছেন অনেকে।
একাকীত্ব: একাকীত্ব এবং ঘনিষ্ঠ বন্ধুদের অভাব সুইডেন ছাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। পশ্চিমা দেশগুলোর জীবনযাত্রার ধরন ও সংস্কৃতি অনেককে একাকীত্বের দিকে নিয়ে যায়। বিশেষ করে সাংস্কৃতিক পার্থক্য বা ভাষাগত বাধার কারণে গভীর ও ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি করা কঠিন হয়ে পড়ে। অধিকাংশ ভারতীয় দৃঢ় সামাজিক বন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়। ফলে এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্তের মূল কারণ হতে পারে।
ভাষাগত দক্ষতার অভাব: সুইডেন সুইডিশ ভাষার ব্যবহার বলতে গেলে সর্বত্র। ফলে অনেক ভারতীয় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। যথাযথ যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, অনেকে সুইডিশ ভাষার দক্ষতার অভাবে সুইডেনে ভালো চাকরি খুঁজে পাওয়া কঠিন বলে মনে করেন।
পরিবারের টানে: অঙ্কুর বলেন, ভারতীয়রা তাদের বৃদ্ধ বাবা-মায়ের দেখভালকে গুরুত্ব দিয়ে থাকে। ফলে পরিবারের কাছাকাছি থাকতে নিজ দেশে ফিরে যেতে চায়। অনেকে আবার ফিরে আসতে চায় কারণ, পরিবারের কাছাকাছি থাকা মানসিক শান্তি দেয়। এ ছাড়া শিশুদের জন্য দাদা-দাদি, নানা-নানির সাথে সময় কাটানোকে গুরুত্ব দেয় অনেকে।
আবহাওয়া: সুইডেনের আবহাওয়াও ভারতীয়দের নিজ দেশে চলে যেতে চাওয়ার একটি কারণ হতে পারে বলে মনে করেন অঙ্কুর। সুইডেনের দীর্ঘ শীতকাল এবং ঠান্ডা জলবায়ু ভারতের উষ্ণ আবহাওয়ায় অভ্যস্তদের জন্য কঠিন হয়ে পড়ে। এটিও ফিরে যাওয়ার সিদ্ধান্তে ভূমিকা রাখে।
জীবনযাপন ব্যয়: সুইডেনে বসবাসের খরচ অনেক বেশি, যা অনেকের পক্ষে বহন করা কঠিন হতে পারে। সে তুলনায় কম খরচে একটি উন্নত জীবনযাপন করা সম্ভব ভারতে।
সুইডেনের অভিবাসীদের জনসংখ্যার পরিসংখ্যান অনুসারে, ভারতে ফিরে যাওয়ার তুলনায় গত দুই দশকে প্রতি বছর সুইডেনে বসবাসের জন্য যাওয়া ভারতীয়দের সংখ্যা বেশি। তবে গত কয়েক বছরে এর বিপরীত চিত্র দেখা গেছে। গত জানুয়ারি থেকে জুনের মধ্যে ২ হাজার ৮৩৭ জন ভারতীয় বংশোদ্ভূত সুইডেন ছেড়ে গেছে। যা ২০২৩ সালের তুলনায় বেশি। সেই সঙ্গে সুইডেনে যাওয়া অভিবাসীর সংখ্যাও কমেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ২ হাজার ৪৬১ জন ভারতীয় সুইডেনে গেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার ৬৮১।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।