লাইফস্টাইল ডেস্ক : জিন্স পরতে ভালোবাসেন না, এমন মানুষ সাম্প্রতিক সময়ে খুঁজে পাওয়া মুশকিল। পুরুষ-নারী নির্বিশেষে প্রত্যেকের সংগ্রহেই নীল, কালোসহ একাধিক প্যাস্টেল শেডের জিন্সের সন্ধান মেলে। আর তা হবে নাই বা কেন বলুন, ফর্মাল টু ক্যাজুয়াল, সবেতেই যে হিট ডেনিম। তাই তো এর জনপ্রিয়তা তুঙ্গে।
জিন্স পরতে ভালোবাসলেও অধিকাংশই ডেনিম নিয়ে নানা মজাদার তথ্যের খোঁজ রাখেন না। এই কারণেই তো আজ ফ্যাশন দুনিয়া কাঁপানো এই আউটফিটটি সম্পর্কে এমন কিছু মজাদার তথ্য জানাতে চলেছি আমরা, যা জানা মাত্র চোখ উঠবে কপালে।
নারী এবং পুরুষদের জিন্সের পকেটের মাপ সমান হয় না। পুরুষদের জিন্সের পকেট বেশ বড় হয়। এদিকে নারীদের ডেনিম প্যান্টের পকেট হয় তুলনামূলকভাবে ছোট। তাই তো পুরুষদের জিন্সের পকেটে মোবাইল ফোন, পার্স সহ অনেক জিনিসই রাখা যায়। কিন্তু নারীদের ক্ষেত্রে নৈব নৈব চ!
অধিকাংশ জিন্সের প্যান্টের ডান দিকের পকেটের উপরে একটি ছোট্ট পকেট দেখতে পাওয়া যায়! এই স্টাইল শতাব্দী পুরনো হলেও আজও ডেনিম মেকার্সরা এই ট্র্যাডিশনকে বাদ দেননি। কিন্তু যারা নিয়মিত ডেনিম প্যান্ট পরেন, তারা তো বুঝতেও পারেন না যে কেন এই পকেট দেওয়া হয়েছে!
আসলে এক সময়ে এই পকেটে ছোট ঘড়ি রাখার চল ছিল। কিন্তু আজ সেকাজ কেউই করেন না কেউই। তবু এই পকেটটা রয়ে গিয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি তৈরি হয় নীল রঙের জিন্স। আর অধিকাংশ জিন্স তৈরি হয় এশিয়ার ভারত ও বাংলাদেশের মতো দেশে। পাশাপাশি কালো, সাদা সহ অন্যান্য প্যাস্টেল শেডও এখন বাজারে ছেয়ে গিয়েছে। তবে নীলের জায়গা দখল করতে পারেনি কোনোটাই।
নতুন স্মার্টফোন আনলো শাওমি, থাকছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
জিন্সের নানা স্থানে একাধিক স্টাডস দেখতে পাওয়া যায়। কিন্তু এই স্টাডস কেন দেওয়া হয়, তার উত্তর জানেন না অনেকেই। কেউ ভাবেন এগুলি কেবলই স্টাইল স্টেটমেন্ট, যদিও অন্যদের ভাবনা আলাদা। আসলে শ্রমিকদের পরিশ্রম ও কম্ফোর্টের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল ডেনিম প্যান্ট। তাই সেটাকে টেকসই করতে এই স্টাডস লাগানো হত। এখন শুধুই স্টাইলিং স্টেটমেন্ট হয়ে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।