বিনোদন ডেস্ক : হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের বাধার মুখে টাঙ্গাইলের শো-রুম উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, “অনিরাপদ বোধ করছি, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?”

শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।
পরীমণি বলেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? অনিরাপদ বোধ হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?”
তিনি বলেন, “মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে!”
তিনি আরও বলেন, “তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



