বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের টিভিএসের তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপাচি। গতবছর ডিসেম্বরে নতুন অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর লঞ্চ হয়েছে। এই বাইক যাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সেগুলো হল ইয়ামাহা এফজেড-এস, বাজাজ পালসার এন১৬০। যা নতুন রূপে বাজারে লঞ্চ হয়েছে। এর মধ্যে আপনার কোন বাইক পছন্দ? কেনার পরিকল্পনা থাকলে কোনটা কিনবেন?
২০২৪ এডিশনের টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর মডেলে আগের থেকে অনেক বেশি ফিচার্স যোগ করা হয়েছে। পাবেন ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং, বড় ডিস্ক ব্রেক, ডিজিটাল ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি।
এখন প্রশ্ন হল ইয়ামাহা এফজেড-এস এবং বাজাজ পালসার এন১৬০- এই তিন বাইকের মধ্যে কোনটা সেরা? আপনার কেনার ইচ্ছা থাকলে কোনটা কেনা উচিত? প্রয়োজনীয়তা ও শখ অনুযায়ী সবার পছন্দ অনুযায়ী আলাদা হতে পারে। তাছাড়া তিন বাইকে কমবেশি ফিচার্স প্রায় একই রয়েছে। তাই দামের তফাৎ তুলে ধরা হল আপনাদের সামনে।
টিভিএস অ্যাপাচি আরটিআর ভার্সন ফোর
১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল এবিএসসহ একাধিক হার্ডওয়্যার রয়েছে বাইকে। ফিচার্সও রয়েছে প্রচুর। বাইকের দাম রাখা হয়েছে ভারতে ১.৩৫ লাখ রুপি। এটি আগের মডেলের আপডেটেড ভার্সন। ডিজাইন ও ফিচারে একাধিক পরিবর্তন করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০
বাজাজ পালসার এন১৬০ লঞ্চ হয়েছে নতুন রূপে। যোগ হয়েছে নতুন ডিজিটাল এলসিডি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি। বাইকে এই দুই ফিচার এটিকে বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে আরও মজবুত করে তুলেছে। বাইকের নতুন দাম ভারতে ১.৩৩ লাখ রুপি।
ইয়ামাহা এফজেড-এস
আপনাদের জানিয়ে রাখি, ইয়ামাহাও এফজেড এক্স বাইকের নতুন ক্রোম এডিশন লঞ্চ করেছে। মোটরসাইকেলে যা যা ফিচার ও ইঞ্জিন ছিল তাই রয়েছে শুধু বদলেছে ডিজাইন। বাইকের নতুন মূল্য ১.৪০ হাজার রুপি। এটিতে অতিরিক্ত ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সুবিধাও পাওয়া যাবে। যা বাকি দুই বাইকে নেই।
পাশাপাশি বাজাজ ও ইয়ামাহার বাইকে পাবেন সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। কিন্তু, টিভিএস’র বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।
তিন বাইকের দামে তফাৎ
তিন বাইকের দামে খুব বেশি তফাৎ নেই। সবথেকে সস্তা বাজাজ পালসার যার থেকে ২ হাজার রুপি দামি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর ৭ হাজার রুপি দামি ইয়ামাহা এফজেড এক্স ক্রোম এডিশন। এক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয়তা, কালার এবং বৈশিষ্ট্য অনুযায়ী সেরা মডেলটি বেছে নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।