বিনোদন ডেস্ক : তরুণ রাজনীতিবিদ ও ‘মানবিক ব্যক্তিত্ব’ ফারাজ করিম চৌধুরীর বিয়ে নিয়ে ছিল অনেকের অপেক্ষা। বিয়ে সম্পন্ন করে ফারাজ একটি ছবি পোস্ট করেন স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় রেখে। সেই ছবি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন কেন এই দূরত্ব। তারই জবাব দিলেন ফরাজ।
বিয়ের সেই ছবিতে দেখা যায়, মসজিদের নারীদের সংরক্ষিত স্থানে বিয়ের লাল শাড়িতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন কনে আফিফা আলম। আর দরজার বাইরে সাদা পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে আছেন ফারাজ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফারাজ করিম চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘গতকাল আমার ছবিটিতে অনেকেই প্রশ্ন করেছেন, কেন আমার স্ত্রীর সাথে এতটা দূরত্বে দাঁড়ালাম? কারণ হলো মসজিদের সম্মানিত ইমাম সাহেব পরিষ্কারভাবে বলেছেন, মসজিদে ছেলে এবং মেয়ে একত্রে দাঁড়ানোর কোন সুযোগ নেই।’
ফারাজ আরও বলেন, ‘মহিলারা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে থাকবে এবং ছেলেরা মসজিদের মূল অংশে থাকবে। উনার কথা মেনেই আমাদের আকদ শেষ হওয়ার পর একটি স্মৃতি ধরে রাখার জন্য সেই ছবিটি তুলে রেখেছি।’
ফারাজের ভাষায়, ‘এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো আমার বাসার ছাদে একটি ছবির বুথ করে পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতের আয়োজন। সেই সাথে আপনাদের সকলকে আগামী ১ মার্চ ২০২৪ ইং (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ীতে আমন্ত্রণ জানাচ্ছি।’
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি জানান ফারাজ। লেখেন, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং (শুক্রবার) ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী, ফারাজ করিম চৌধুরীর (আমি) সাথে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিঙ্গাপুরের স্কুল থেকে পড়াশোনা শেষ হওয়ার আগেই তাড়িয়ে দেওয়া হয় কাজল-কন্যা নিসাকে!
১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।