‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে যে কারণে সরে দাঁড়ালেন মাহি

মাহি

বিনোদন ডেস্ক : সন্তান জন্মের পর দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটিতে সিনেমা থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে সেই বিরতি ভেঙে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ চলচ্চিত্র দিয়ে ফের অভিনয় শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি।

মাহি

সিনেমাটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা। তবে হঠাৎ ‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে কেন সরে দাঁড়ালেন মাহি? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মাহি ‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। তবে মাহির সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে ঢালিপাড়ায় শোনা যাচ্ছে ভিন্ন কথা।

ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, মাহির সরে দাঁড়ানোর পেছনে রয়েছে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার নায়কের একটি মন্তব্য। নবাগত ওই নায়ক সিনেমাটিতে অর্থলগ্নী করেছেন। পরীমণির বিগ ফ্যান তিনি। তাই শুরুতে সিনেমাটিতে নায়িকা হিসেবে পরীমণিকে চেয়েছিলেন।

কিন্তু ব্যর্থ হয়ে মাহিয়া মাহিকে নিয়ে শুটিং শুরু করেন তিনি। গণমাধ্যমে নবাগত ওই নায়কের এমন মন্তব্য দেখে রীতিমতো খেপে যান মাহি। মূলত এরপরই সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহি। যদিও বিষয়টি নিয়ে খোলাসা করেননি মাহি ও সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

ঢাকা মেডিকেলে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী

বিষয়টি নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, গতকাল মাহি শুটিং করেছে। আজ কেন অভিনয় করবে না বলেছে সেটা এখনও আমি জানি না। কী সমস্যা হয়েছে জেনে বিষয়টি বলতে পারব সবাইকে।

প্রসঙ্গত, ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। এ ছাড়া এই সিনেমায় আরও দেখা যাবে মৌসুমী ও মিশা সওদাগরকে।