বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই ব্যতিক্রমী। রূপের প্রচলিত মানদণ্ডে না হাঁটে, বরং মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়ান তিনি। শুধু তা-ই নয়, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেও তার রয়েছে কড়া নীতি।
আর সেই কারণেই থালাপতি বিজয়ের তামিল অ্যাকশন থ্রিলার ‘লিও’-র মতো ৬২৩ কোটি রুপির সুপারহিট ছবি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাই পল্লবী।
২০২৩ সালের The Times of India-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিজয় অভিনীত চরিত্র পার্থিবানের স্ত্রীর চরিত্র ‘সত্য পার্থিবান’-এর জন্য সাই পল্লবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে চিত্রনাট্য পড়ার পর তিনি বুঝতে পারেন, সিনেমাটিতে তার চরিত্রের গুরুত্ব তেমন নেই।
সাই পল্লবীর মতে, ছবিতে দুটি মূল চরিত্র থাকলে, উভয়েরই সমান গুরুত্ব থাকা উচিত। কিন্তু ‘লিও’-তে বিষয়টি তেমন ছিল না। তাই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শেষমেশ ওই চরিত্রে অভিনয় করেন ত্রিশা কৃষ্ণান। এবং বাকিটা ইতিহাস—বিশ্বব্যাপী প্রায় ৬২৩ কোটি রুপি আয় করে ‘লিও’ হয়ে ওঠে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের অন্যতম বড় সফলতা।
তবে সাই পল্লবী নিজের সিদ্ধান্ত নিয়ে কখনোই অনুতপ্ত নন। তিনি অতীতেও অনেক ছবি ফিরিয়ে দিয়েছেন, যদি মনে হয়েছে চরিত্রের গুরুত্ব যথেষ্ট নয়।
উল্লেখ্য, সাই পল্লবীকে শেষ দেখা গিয়েছিল চান্দু মোন্দেতি পরিচালিত ‘থান্ডেল’ ছবিতে, যেখানে তিনি অভিনয় করেন নাগা চৈতন্যর বিপরীতে। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। আগামী দিনে নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে।
সূত্র: পিঙ্কভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।