নাম পাল্টে কেন লুকিয়েছেন এক সময়ের বিপুল জনপ্রিয় নায়িকা!

মালিনী শর্মা

বিনোদন ডেস্ক: দুই দশকেরও বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে। এত বছর পরও ছবির জনপ্রিয়তা টাল খায়নি। আজও তাকে মনে রেখেছেন দর্শক। অভিনেত্রী মালিনী শর্মার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন।

মালিনী শর্মা

ভূতের ছবি দেখার কথা উঠলেই সবার আগে মাথায় আসে ‘রাজ’ ছবির কথা, বিশেষ করে নয়ের দশকের আশেপাশে জন্ম যাদের। ঘরে বসে একা আজও ওই ছবি দেখার সাহস পান না অনেকে।

বিপাশা বসু, ডিনো মোরিয়াও রয়ে গিয়েছেন দর্শকের মনে। কিন্তু ছবিতে নায়কের জীবনের দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করা মালিনী শর্মার খবর জানেন না কেউই। ছবিতে তার বলা প্রতিটি সংলাপ আজও শিহরণ জাগানোর জন্য যথেষ্ট।

ছবি দেখার পর তার চিৎকার আজও কানে বাজে আজও। কিন্তু প্রথম ছবিতে বিপুল জনপ্রিয়তা পেয়েও আড়ালেই রয়ে গিয়েছেন মালিনী। তার সম্পর্কে কোনও খবরই পান না কেউ। নাম পাল্টে কেন লুকিয়ে আছেন বিপুল জনপ্রিয় নায়িকা?

অভিনয়ে পা রাখার আগে মডেলিং করতেন মালিনী। ‘বম্বে ভাইকিং’-এর ‘ক্যায়া সুরত হ্যায়’ গানেও দেখা যায় তাকে। এ ছাড়াও টেলেভিশনেও কাজ করেছেন মালিনী। হলিউড ছবি ‘চার্লি’জ এঞ্জেলস’ ছবির অনুকরণে তৈরি সিরিজে দেখা যায় তাকে।

এর পর মিকা সিংহের ‘সাওয়ন মে লগ গয়ে আগ’ গানেও দেখা যায় মালিনীকে। তবে ‘রাজ’ ছবি যে বিপুল জনপ্রিয়তা দেয় তাকে, আগের কোনও কাজ থেকেই তা পাননি। বাঙালি অভিনেতা তৎকালীন তারকা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে বিয়েও করেন মালিনী কিন্তু বেশি দিন টেকেনি তাদের দাম্পত্য।

প্রিয়াংশুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে যান মালিনী। তিনি এখন কোথায় রয়েছেন, কী করছেন, জানা নেই কারও। তবে লোকচক্ষুর আড়ালে থাকলেও, শুধুমাত্র ‘রাজ’ ছবির দৌলতেই দর্শকের মনে রয়ে গিয়েছেন মালিনী। ছবিতে তার দীর্ঘশ্বাসের শব্দেও অনেকের মনে ভয়ের সঞ্চার ঘটে।

প্রেমিকের সঙ্গে দেখা করতে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেন প্রেমিকা

এমনকি তথাকথিত ভূতের ছবি হলেও, তাতে মালিনীর চরিত্রটি ছিল যথেষ্ট সাহসী। সবকিছু ছেড়ে কেন অন্তরালে চলে গেলেন তিনি, কেন লুকিয়ে আছেন তিনি? আজও এই প্রশ্ন তাড়িয়ে বেড়ায় সিনেমার অনুরাগীদের।